এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলে নিষ্ক্রিয় থেকে তৃণমূলে ফেরার ইঙ্গিত বিজেপি হেভিওয়েটের, দলের সাংগঠনিক ক্ষতি হবে বলে আশংকা প্রকাশ তৃণমূল বিধায়কের

দলে নিষ্ক্রিয় থেকে তৃণমূলে ফেরার ইঙ্গিত বিজেপি হেভিওয়েটের, দলের সাংগঠনিক ক্ষতি হবে বলে আশংকা প্রকাশ তৃণমূল বিধায়কের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাওড়া জেলার অন্যতম তৃণমূল নেতা তথা মন্ত্রী ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দুর মতোই দল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি।রীতিমতো চ্যাটার্ড ফ্লাইটে তিনি উড়ে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে এবং সেখানেই তিনি দলবদল করেন। এরপর একুশের বিধানসভা নির্বাচনে হাওড়া থেকেই বিজেপির টিকিট লড়াইতে নামেন রাজীব ব্যানার্জি। কিন্তু দেখা যায় হাওড়ার মানুষ তাঁকে মোটেই গ্রহণ করেনি, হেরে যান রাজীব। এর পরেই তিনি পুরোপুরি আড়ালে চলে যান। এখনো পর্যন্ত রাজীব বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে দলের কোনো কাজেই দেখা যায়নি ২ তারিখের পর থেকে।

অবশ্য তিনি গেরুয়া শিবিরও এখনো ত্যাগ করেননি। পাশাপাশি রাজনৈতিক অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরে আসার জন্য জোরদার চেষ্টা চালাচ্ছেন। আর এখানেই আপত্তি জানিয়েছেন তৃণমূলের নিচুতলার কর্মীরা। উল্লেখ্য, ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক কোন অবস্থাতেই এখন আর বিজেপির হয়ে কাজ করছেননা। তাঁর লক্ষ্য এখন তৃণমূলে ফেরা বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে তেমন যদি হয় তাহলে দলের সংগঠনের ক্ষতি হবে বলে দাবি করেছেন ডোমজুড়ের বর্তমান বিধায়ক তথা তৃণমূলের আদি নেতা কল্যাণ ঘোষ। বৃহস্পতিবার তিনি সংবাদমাধ্যমে জানান, রাজীব বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূলে আবার স্থান পান, তাহলে নিচুতলার কর্মীরা তা মেনে নেবেনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কল্যাণ ঘোষ জানান, ডোমজুড়ের তৃণমূল কর্মীরা ইতিমধ্যেই জানিয়েছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাঁদের যেন কোনোভাবেই দলে নেওয়া না হয়। তবে রাজীব বন্দ্যোপাধ্যায় দলে আসবেন কি আসবেন না সেটা সম্পূর্ন নেতৃত্ত্বের সিদ্ধান্ত বলে জানিয়েছেন ডোমজুড়ের বর্তমান বিধায়ক। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল বলেই 2006 সালের হেরে যাওয়ার পরেও 2011 তে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের করে দেওয়া প্রকল্প চালিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় নাম কামিয়েছেন।

প্রসঙ্গত জানা যাচ্ছে, গোটা হাওড়া জেলা থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে যেন তৃণমূলে ফেরানো না হয়, তা নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের কর্মী এবং নেতারা নিজেদের মতামত জানিয়েছেন তৃণমূলের উচ্চ মহলে। ইতিমধ্যেই অবশ্য তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বিভিন্ন নেতা-নেত্রীরা প্রকাশ্যেই দলে ফিরে আসার জন্য আবেদন জানাতে শুরু করেছেন। আগামী 5 ই জুন তৃণমূলের সাংগঠনিক বৈঠক হতে চলেছে কালীঘাটে। মনে করা হচ্ছে সেখানেই দল ছেড়ে যাওয়া নেতা-নেত্রীদের ফেরানো নিয়ে সিদ্ধান্ত হতে চলেছে। আপাতত রাজীব বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি হবে, তা 5ই জুন  নির্ধারিত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!