এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে ফিরে এসেও পদ হারাচ্ছেন হেভিওয়েট নেতা? শাস্তির কোপ নিয়ে চাঞ্চল্য ছড়াচ্ছে দলের অন্দরেই

তৃণমূলে ফিরে এসেও পদ হারাচ্ছেন হেভিওয়েট নেতা? শাস্তির কোপ নিয়ে চাঞ্চল্য ছড়াচ্ছে দলের অন্দরেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার রাজনীতির আকাশে এখন দলবদলের রং। বেশ কিছু সময় যাবত দেখা যাচ্ছে, তৃণমূলের একের পর এক নেতা, কর্মী, সাংসদ, বিধায়ক দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। রাজনীতিতে দলবদল নতুন কিছু না। তবে এক্ষেত্রে বেশ কিছুটা পিছিয়ে তৃণমূল শিবির। এমন বেশ কিছু নেতা তৃণমূল ছাড়ছেন, যাদেরকে কোন দিন ভাবাই যায়নি তৃণমূল ছাড়া। সে রকমই একজন হলেন রাজ্যের ভূতপূর্ব মন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে তিনি দল ছাড়ার সাথে সাথে অনেকেই বেরিয়ে যান। সেরকমই একজন হলেন আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি।

রাতারাতি বেসুরো হয়ে পড়েন আসানসোলের পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু তিনি বেরিয়ে যাবার ঘোষণার দুদিনের মধ্যেই আবার দলে ফিরে আসার কথা ঘোষণা করেন। প্রসঙ্গত, জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যাওয়ার জল্পনা বেড়ে উঠতেই গেরুয়া শিবিরের অন্দরেও বেশ কিছু নেতা নেত্রী শুরু করেন ব্যাপক ক্ষোভ প্রকাশ। যথারীতি গেরুয়া শিবিরের দরজা জিতেন্দ্র তিওয়ারি কাছে বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে পুরোনো দলে ফেরা। তবে দলে ফিরে এলেও তিনি যে প্রশাসক পদ ছেড়ে চলে গিয়েছিলেন, সেই প্রশাসক পদে আর বসতে পারলেন না। শনিবার আসানসোল পুর নিগমের নতুন প্রশাসক পদে এলেন অমরনাথ চট্টোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্পষ্টতই বোঝা যাচ্ছে, জিতেন্দ্র তিওয়ারি দলে আসলেও তাঁকে উপযুক্ত শিক্ষা দিতে প্রশাসক পদ কেড়ে নেওয়া হলো। আসানসোল পুর নিগমের বিদায়ী পুরবোর্ডের পুর চেয়ারম্যান ছিলেন অমরনাথ চট্টোপাধ্যায়। তিনি আসানসোল পুর নিগমের 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আগামী সোমবার থেকেই তিনি নতুন দায়িত্ব পদে আসতে চলেছেন। পাশাপাশি তিনি দায়িত্ব পাওয়ায় তাঁর ওয়ার্ডের নেতাকর্মী থেকে শুরু করে এলাকাবাসীরা যথেষ্ট খুশি। খুব স্বাভাবিকভাবেই জিতেন্দ্র তিওয়ারিকে যে অনেকেই পছন্দ করতেন না, তা এবার পরিষ্কার হয়ে গেল। 2020 সালের 14 ই অক্টোবর আসানসোল পুরনিগমের মেয়াদ শেষ হবার পর পুর প্রশাসক পদে বসেন প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি।

যে পুর প্রশাসক বোর্ড তৈরি হয়েছিল, তারই অন্যতম সদস্য ছিলেন অমরনাথ চট্টোপাধ্যায়। শুভেন্দু অধিকারী চলে যাবার সাথে সাথে জিতেন্দ্র তিওয়ারি যেভাবে দলের সাথে দূরত্ব বাড়িয়ে আচমকাই যেমন পুর প্রশাসক পদ থেকে ইস্তফা দেন, তেমনই পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি সহ দলের সমস্ত দায়িত্ব ছেড়ে দেন। পরবর্তীতে তিনি দলে ফিরে এলেও পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি পদ কিংবা আসানসোল পুর নিগমের পুর প্রশাসক দুটি পদই কার্যত হারালেন জিতেন্দ্র তিওয়ারি।

এর পরিপ্রেক্ষিতে জিতেন্দ্র তিওয়ারির প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও তা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, জিতেন্দ্র তিওয়ারি দলে ফিরে কার্যত শাস্তির মুখোমুখি হলেন। প্রসঙ্গত রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন জিতেন্দ্র তিওয়ারির মধ্য দিয়ে বাকি বেসুরো নেতাদের হুঁশিয়ারি দেওয়া হল। দল ছেড়ে বেরিয়ে ফিরলে আর কিন্তু আগের সম্মান পাওয়া যাবেনা। তাই এবার দেখার জিতেন্দ্র তিওয়ারি দলের শাস্তি মাথা পেতে নেন নাকি আবারও তিনি বেসুরো আওয়াজ তোলেন।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!