এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দলে ফিরেছেন হেভিওয়েট নেতা, নতুন কমিটিতে গুরুত্ব বাড়তে চলেছে অনুগামীদের? তীব্র জল্পনা তৃণমূলে

দলে ফিরেছেন হেভিওয়েট নেতা, নতুন কমিটিতে গুরুত্ব বাড়তে চলেছে অনুগামীদের? তীব্র জল্পনা তৃণমূলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট সম্প্রতি উত্তর দিনাজপুরের তৃণমূল সংগঠনে চমকপ্রদ রদবদল চোখে পড়েছে। বালুরঘাট তৃণমূল সংগঠনে সম্প্রতি আবার ফিরে এসেছেন গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতা বিপ্লব মিত্র। একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল শিবিরে এটি এক উল্লেখযোগ্য রাজনৈতিক লাভ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, এবার উত্তর দিনাজপুর জেলা কমিটি তৈরি করতে তোড়জোড় শুরু হচ্ছে তৃণমূল শিবিরে। এই পরিস্থিতিতে শুক্রবার একটি জরুরি বৈঠক হতে চলেছে তৃণমূলের পক্ষ থেকে।

এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন চেয়ারম্যান শংকর চক্রবর্তী, সভাপতি গৌতম দাস, দুই কো-অর্ডিনেটর সুভাষ চাকী ও ললিতা টিগ্গার, এবং 2 বিধায়ক তোরাব হোসেন মন্ডল ও বাচ্চু হাঁসদা। তবে দলীয় সূত্রে জানা যাচ্ছে, এই বৈঠকে সংগঠনের এক নেতা উপস্থিত থাকতে পারেন। আর তাই নিয়ে এবার শুরু হয়েছে তৃণমূলের অন্দরে জোর আলোচনা। জেলা কমিটিতে এবার কারা পেতে চলেছেন উল্লেখযোগ্য স্থান এবং কারা বাদ যেতে চলেছেন সে ব্যাপারেই আলোচনা হবে এই বৈঠকে বলে জানা গেছে।

অন্যদিকে বিপ্লব মিত্রের এই বৈঠকে থাকা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তৃণমূল শিবিরের অনেকের প্রশ্ন, তাহলে কি বিপ্লব মিত্র এবারেই জেলা কমিটিতে আসতে চলেছেন? সেক্ষেত্রে অবশ্যম্ভাবী বিপ্লব মিত্র এবং তাঁর অনুগামীরা তৃণমূল শিবিরে গুরুত্ব পেতে চলেছেন। একটা সময় বিপ্লব মিত্র দল ছেড়েছিলেন অর্পিতা ঘোষের সঙ্গে মনোমালিন্যের জেরে। তাই এবার প্রশ্ন উঠছে, অর্পিতা অনুগামীরাও কি কমিটিতে আগের মত একই গুরুত্ব পাবেন? যদিও এ ব্যাপারে এখনো পর্যন্ত জেলা নেতৃত্তের কেউ কোন মন্তব্য করেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে যত দ্রুত সম্ভব জেলা কমিটির সিদ্ধান্ত নিয়ে দলের রাজ্য নেতৃত্বের কাছে তালিকা পাঠানো হবে বলে জানা গেছে। তবে তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস জানিয়েছেন, কমিটি 40 জনের বেশি হবে এবং দলের মধ্যে যাতে কোনো বিভেদ সৃষ্টি না হয় সেদিকে নজর দেওয়া হবে। অন্যদিকে দলের একাংশের মতে, গৌতম দাস কয়েক মাস আগেই সংগঠনের কার্যকরী সভাপতির দায়িত্বে ছিলেন। এবার রদবদলের জেরে তিনি জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন। কিন্তু প্রশ্ন উঠেছে, তিনি যেহেতু অনেককে চেনেন না, তাই জেলা কমিটিতে কোন কোন নেতা স্থান পাবেন তা কি করে নির্ধারিত করবেন তিনি?

যদিও সমালোচনা চললেও প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে জেলা সভাপতির সিদ্ধান্তের দিকেই নজর রেখেছে বলে মনে করা হচ্ছে। তবে সাংগঠনিক নেতার পরামর্শ ও মতামত গুরুত্বপূর্ণ হবে ভেবেই এই বৈঠকে দুইজন সাংগঠনিক নেতার উপস্থিত থাকার কথাও বলা হচ্ছে। এই মুহূর্তে তৃণমূল শিবিরে বিভিন্ন জেলা কমিটি তৈরি হওয়া নিয়ে চলছে চাপানউতোর। অন্যদিকে এই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের আশঙ্কাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। আর সে ক্ষেত্রে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার কাজ যে অনেকটাই ব্যাহত হবে, সে ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। আপাতত উত্তর দিনাজপুর জেলা কমিটিতে কোন নতুন মুখ আসতে চলেছে, সেদিকেই এখন কৌতুহলী নজর সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!