এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলে সক্রিয় হলেও ফের বিপাকে জিতেন্দ্র তিওয়ারি! নতুন পোস্টারে বাড়ছে জল্পনা!

দলে সক্রিয় হলেও ফের বিপাকে জিতেন্দ্র তিওয়ারি! নতুন পোস্টারে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার পরেই তিনি সমস্ত রকম পদ ছেড়ে দিয়ে দলত্যাগ করেন। যার পরেই তার বিজেপিতে যোগ নিয়ে জল্পনা তৈরি হয়। কিন্তু বিজেপির একাংশের তাকে গ্রহণ নিয়ে আপত্তির পরেই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়ে তৃণমূল কংগ্রেসে সক্রিয় হওয়ার কথা জানিয়ে দেন জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু তৃণমূলে তিনি আবার সক্রিয় হলেও, এখন যে আর আগের মত পরিস্থিতি নেই এবং তার গুরুত্ব যে অনেকটাই কমেছে, তা বুঝতে পারছেন তিনি নিজেও।

আর এই অবস্থায় এবার সেই জিতেন্দ্র তিওয়ারি বিড়ম্বনা বাড়িয়ে দিয়ে তার বিধানসভা কেন্দ্র পাণ্ডবেশ্বরে পোস্টার পড়তে দেখা গেল। যেখানে পোস্টারে লেখা রয়েছে, “এই বিধায়ক আর নয়। কয়লা চোর বিধায়ককে মানছি না, মানব না।” স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা যে জিতেন্দ্রবাবুর অস্বস্তি আরও বাড়িয়ে দিল, তা বলার অপেক্ষা রাখে না। দলে যখন তিনি সক্রিয় হওয়ার চেষ্টা করছেন, তখন তার বিরুদ্ধে এই ধরনের পোস্টার যে তার রাজনৈতিক ক্যারিয়ারের খুব একটা শ্রীবৃদ্ধি করবে না, এই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, দলত্যাগ করার পর যখন চাপে পড়ে যান জিতেন্দ্র তিওয়ারি, তখন আবার তৃণমূল কংগ্রেসে সক্রিয় হতে শুরু করেন তিনি। কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে দেখতে পাওয়া যায় তাকে। এমনকি দলের কার্যালয়েও আগের মত যাতায়াত শুরু করেন তিনি। কিভাবে দলের কাছে অতীতের মতো গুরুত্ব পাওয়া যাবে, তা নিয়ে নানা চেষ্টা করতে দেখা যায় জিতেন্দ্রবাবুকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এমত পরিস্থিতিতে পাণ্ডবেশ্বরের বিধায়কের বিরুদ্ধে যেভাবে বিতর্কিত পোস্টার পড়ল, তা যে সেই জিতেন্দ্র তিওয়ারি এবং তৃণমূলের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিল, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কে বা কারা এই পোস্টার দিল, এখন তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। অনেকেই বলতে শুরু করেছেন, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বহিঃপ্রকাশ। দলীয় বিধায়কের বিরুদ্ধে দলের নেতাকর্মীরাই এই ধরনের পোস্টার দিয়েছে।

তবে দলীয় বিধায়কের বিরুদ্ধে এই ধরনের পোস্টার পড়ায় এখন রীতিমত প্রশাসনের দ্বারস্থ হওয়ার উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। জানা গেছে, ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে প্রশাসনের পদক্ষেপ দাবি করেছেন ব্লক তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তবে দলের একাংশ এই পোস্টার দিয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়।স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনাকে কেন্দ্র করে দল তৃণমূল অপেক্ষা পাণ্ডবেশ্বরের বিধায়কের চিন্তা যে ক্রমশ বাড়তে শুরু করবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!