এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলে থেকেও বিস্বাসঘাতকতা করছেন নেতারা? জাসদের হুশিয়ারিতে বাড়ছে জল্পনা !

দলে থেকেও বিস্বাসঘাতকতা করছেন নেতারা? জাসদের হুশিয়ারিতে বাড়ছে জল্পনা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনে রয়েছে ২০২১ এর বিধানসভা নির্বাচন। আগামী বিধানসভা নির্বাচন শাসকদল তৃণমূলের কাছে একটি প্রেস্টিজিয়াস ফাইট হয়ে উঠেছে। মুর্শিদাবাদ জেলাতে তৃণমূলের শক্তিশালী গড় থাকলেও এই জেলাতেও তৃণমূল দলথেকে গোষ্ঠীদ্বন্দ্ব, অনিয়ম, সাংগঠনিক দুর্বলতার খবর এসেছে। এ প্রসঙ্গেই আগামী বিধানসভা নির্বাচনের আগে দলকে ঐক্যবদ্ধ করতে বিশেষ নির্দেশ ও বার্তা দিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি ও তৃণমূল সাংসদ আবু তাহের খান। দলের কর্মী-সদস্যদের স্পষ্ট ভাবে তিনি জানালেন যে, শাসকদল তৃণমূলে থেকে কেউ বিশ্বাসঘাতকতা করলে, দলের পক্ষ থেকে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জেলা সভাপতি আগামী বিধানসভা ভোটে দলের জয় লাভের উদ্দেশ্যে কঠোর পরিশ্রমে নিদানও দিলেন গতকাল।

গতকাল রবিবার দুপুরে ফারাক্কার বল্লালপুর কিষান মান্ডিতে শাসকদল তৃণমূলের বিধানসভা ভিত্তিক এক কর্মীসভার আয়োজন করা হয়েছিল। যে কর্মীসভায় যোগদান করে ছিলেন মুর্শিদাবাদ তৃণমূল জেলা সভাপতি আবু তাহের খান, জেলার পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ রাজীব হোসেন সহ একাধিক বিশিষ্ট নেতৃবর্গ। এই সভামঞ্চ থেকে দলকে একাধিক বিষয়ে হুঁশিয়ারি দিলেন দলের একাধিক নেতৃত্ব।

গতকালের এই সভা থেকে জেলার পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ রাজীব হোসেন বিভিন্ন বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক করে দিলেন। ফারাক্কা ব্লকের তৃণমূল দলের সাংগঠনিক দুর্বলতার কথা যেমন তুলে ধরলেন তিনি, তেমনি দলীয় কর্মীদের আচরণ, নিয়ম-শৃঙ্খলা, গোষ্ঠীদ্বন্দ্ব ইত্যাদি বিষয় নিয়েও একাধিক অভিযোগ করলেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, বিরোধী শিবির যেখানে মুর্শিদাবাদ জেলায় মাথা তুলতে পারছে না, সেখানে ফারাক্কায় কিভাবে তারা সুযোগ পাচ্ছে? এ বিষয়টি দলের সকলকে ভাবার প্রয়োজন আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ রাজীব হোসেনের এই বক্তব্যের পর দলের নেতাকর্মীদের একাংশকে কড়া ভাষায় জেলা সভাপতি আবু তাহের খান জানালেন, ” তৃণমূল কংগ্রেসে থেকে দলের সঙ্গে বিশ্বাস ঘাতকতা যাঁরা করবেন তাঁদের জায়গা দলে হবে না। তৃণমূল কংগ্রেসের তকমা নিয়ে মঞ্চে বসে কংগ্রেস, সিপিআইএম ও বিজেপির দালালি করবেন এটা বরদাস্ত করব না। আপনারা সাবধান হন। এমন কোনও কাজ করবেন না, যে কাজে বুথ স্তরের কর্মীরা দুঃখ পান। ২০২১ সালে জেলার বাইশটি আসন দলনেএীকে উপহার দেব। জোড়া ফুল ছাড়া আর কোনও ফুল মুর্শিদাবাদে ফুটবে না। ”

প্রসঙ্গত ফারাক্কার মোট ৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে ৭ টি গ্রাম পঞ্চায়েত। আবার জেলাপরিষদের ৩ টি আসনের তৃণমূলের দখলে আছে ২ টি। কিন্তু এতকিছুর পরও গত লোকসভা নির্বাচনে কংগ্রেস ও বিজেপির থেকে অনেকটাই পিছিয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস ফারাক্কাতে। এর কারণ তিনি জানতে চাইলেন দলের কাছে। এ প্রসঙ্গে তিনি বললেন যে, ” ফরাক্কার এই রাজনীতি বরদাস্ত করা যাবে না।” আবার, আগামী বিধানসভা নির্বাচনে বিরোধীদের সামান্য জমিও ছাড়া হবে না বলে, তিনি পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন।

গতকালের এই সভায় প্রাক্তন মন্ত্রী হুমায়ন কবির আগামী বিধানসভা নির্বাচনে ফারাক্কা বিধানসভা কেন্দ্রটিতে তৃণমূলকে জিতিয়ে দিয়ে, তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়ার নির্দেশ দিলেন দলের নেতাকর্মীদের। আবার গতকালের এই সভাতে মুর্শিদাবাদ জেলা তৃণমুল কোঅডিনেটার ও সাংসদ খলিলুর রহমান জানালেন, ” আমাদের নেতৃত্বের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। সেটা মেটাতে হবে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করতে হবে। বিজেপিকে আটকাতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে। ২০২১-এ তৃণমূল কংগ্রেসকে এককভাবে ক্ষমতায় আনার শপথ নিতে হবে।” এভাবেই দলকে উজ্জীবিত করতে একাধিক বার্তা ও নির্দেশ দিলেন দলের নেতৃবর্গ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!