এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলে থেকেও হেভীওয়েট তৃণমূল নেতা হয়ে রয়েছেন একঘরে, জল্পনা তুঙ্গে

দলে থেকেও হেভীওয়েট তৃণমূল নেতা হয়ে রয়েছেন একঘরে, জল্পনা তুঙ্গে

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে রাজ্য রাজনীতি হয়ে উঠেছিল উত্তাল। এ মাসের শুরুতেই হঠাৎ করেই জিতেন্দ্র তিওয়ারি কেন্দ্রীয় প্রকল্পে অংশ না নেওয়ার জন্য 2 হাজার কোটি টাকা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেন। এই নিয়ে তিনি একটি চিঠিও লেখেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে এবং সেই চিঠি গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্যের হাত ধরে প্রকাশিত হয়ে পড়ে। তারপর থেকেই টানাপোড়েন চলতে থাকে জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে। পরবর্তীতে দলে ফিরে এলেও জিতেন্দ্র তিওয়ারি হয়ে রয়েছেন ব্রাত্য।

এরপর শুভেন্দু অধিকারী দল ত্যাগ করার সাথে সাথে জিতেন্দ্র তিওয়ারিও রীতিমতো বৈঠক করে দল ছেড়ে দেন। কিন্তু বিধি বাম। জিতেন্দ্র তিওয়ারি গেরুয়া শিবিরে যাওয়ার ইঙ্গিত দিতেই বিজেপির অন্দরে হেভিওয়েট নেতারাই ক্ষোভ দেখাতে শুরু করেন। স্বাভাবিকভাবেই জিতেন্দ্র তিওয়ারিকে আবারও ফিরে আসতে হয় নিজের দলে। কিন্তু যে পদ ছেড়ে তিনি ফিরে গিয়েছিলেন, সেই পদ তিনি আর ফিরে পাননি। যথারীতি দলের একাংশের কাছে তিনি হয়ে উঠেছেন অবিশ্বাসী। ফলস্বরূপ, বর্তমানে পাণ্ডবেশ্বরে একাধিক দলীয় কর্মসূচি হলেও আমন্ত্রণ পত্রে আর নাম থাকছেনা জিতেন্দ্র তিওয়ারির।

আর এই নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা।সূত্রের খবর, আগামী দোসরা জানুয়ারি পাণ্ডবেশ্বর মহিলা তৃণমূল সাংগঠনিক সভা। একই সাথে রয়েছে যুব তৃনমূলের কর্মসূচিও। আমন্ত্রণপত্রে বক্তা হিসেবে উপস্থিত থাকছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও শ্রম মন্ত্রী মলয় ঘটক, দুর্গাপুরের প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায় এবং বর্তমান মেয়র দিলীপ অগস্তিসহ পশ্চিম বর্ধমানের বহু নেতা-নেত্রী থাকতে পারেন সভায় বলে জানা যাচ্ছে। কিন্তু তালিকায় নাম নেই জিতেন্দ্র তিওয়ারির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে আবার তৃণমূলের জেলা নেতৃত্বের তরফ থেকে জানানো হয়েছে, শীর্ষ নেতৃত্বের নির্দেশেই জিতেন্দ্র তিওয়ারির নাম রাখা হয়নি আমন্ত্রণপত্রে। তবে আমন্ত্রণ না জানালেও যে কেউই আসতে পারেন সভায় বলে জানানো হয়েছে তৃণমূলের জেলা নেতৃত্বের পক্ষ থেকে। অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারিও নিজের মতন করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মতামত দিয়েছেন। তিনি জানিয়েছেন, দলে ফিরে এলেও দলের কর্মী-সমর্থকদের একাংশ তাঁকে এখনো ভুল বুঝছে, তাঁকে অবিশ্বাস করছে। তাই পুরনো সম্পর্ক ফিরিয়ে আনার জন্য কাজের দিকে মনোযোগ দিয়েছেন তিনি।

অন্যদিকে মনে করা হচ্ছে, শুভেন্দু অধিকারীর হাত ধরে অনেকেই তৃণমূল থেকে গেরুয়া শিবিরের যাওয়ার চেষ্টা করলেও বিফল হয়েছেন। প্রসঙ্গত, রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, জিতেন্দ্র তিওয়ারি যেভাবে রাতারাতি দলের প[রতি বিক্ষোভ দেখিয়ে, শুভেন্দুর সঙ্গে বৈঠক করে দল ছেড়ে দিয়েছিলেন, তাতে তাঁর প্রতি দলের মনোভাব যথেষ্ট ক্ষুণ হয়েছে। আর তারই ফলস্বরূপ, জিতেন্দ্র তিওয়ারি এই মুহূর্তে দলে থেকেও হয়ে রয়েছেন একঘরে। আপাতত পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি কিভাবে পরিস্থিতি আয়ত্তে আনতে পারেন সেদিকেই নজর সবার।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!