এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দেলেও রাজনীতি! রং খেলা নিয়ে সংঘর্ষে তৃণমূল-বিজেপি!

দেলেও রাজনীতি! রং খেলা নিয়ে সংঘর্ষে তৃণমূল-বিজেপি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের মরসুমে দোল উৎসব পড়ার কারণে জনসংযোগের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী থেকে শুরু করে নেতা-নেত্রীরা। রং নিয়ে রাজনীতির সময় যতই তরজা হোক না কেন, দলের সভায় সব রঙে রঙিন হতে চাইছেন সকল রাজনৈতিক দলের ব্যক্তিরা। কিন্তু এবার সেই রং খেলা নিয়েই তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ল বর্ধমানে। যেখানে এক তরুণীকে জোর করে রং মাখানোর জন্য বিজেপির কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ উঠতে শুরু করেছে তৃণমূলের বিরুদ্ধে।

প্রসঙ্গত উল্লেখ্য, সারারাজ্যে সোমবার হোলি পর্ব অনুষ্ঠিত হয়েছিল ,কিন্তু বর্ধমানে সেদিন দোল পর্ব অনুষ্ঠিত হয়। এদিন কাঞ্চন নগরের আমবাগান এলাকায় বেশ কয়েকজন মদ্যপ যুবকের তরুণীকে জোর করে রং মাখাতে যান বলে অভিযোগ ওঠে। আর তারপরেই প্রতিবাদ করলে ওই তরুণী ও পাড়ার অন্যান্য ছেলেদের মারধর করা হয় বলে খবর। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমশ ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এই গোটা ঘটনায় তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ তৈরি হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই তরুণীকে জোর করে রং মাখানোর প্রতিবাদ করলে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং প্রার্থীর অনুগামীরা এলাকায় গিয়ে স্থানীয় যুবকদের মারধর করে। পাশাপাশি বেশকিছু দোকান এবং বাইকে ভাঙচুর চালানো হয়। যদিও বা তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ উঠলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে শাসকদল। তাদের পাল্টা দাবি, ভোটের মুখে এলাকায় বহিরাগতদের জড়ো করেছে বিজেপি। রং খেলা নিয়ে বচসার পর তারা তৃণমূলের কর্মী, সমর্থকদের মারধর করেছে।

স্বাভাবিক ভাবেই অভিযোগ, পাল্টা অভিযোগকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। তবে পরিস্থিতি সামলাতে এলাকায় পৌঁছে গিয়েছে পুলিশ। কিন্তু রং খেলার দিনেও যেভাবে রাজনীতি সামনে এল এবং তৃণমূল-বিজেপি সংঘর্ষ তৈরি হল, তাতে সৌজন্যতা ধীরে ধীরে বঙ্গ রাজনীতি থেকে উবে যাচ্ছে বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!