এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় করা যাবে না মন্তব্য, কড়া নিদান তৃণমূলে

দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় করা যাবে না মন্তব্য, কড়া নিদান তৃণমূলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল দলের সংগঠন গত বেশ কিছু রদবদল ঘটানো হয়েছে। বিভিন্ন স্থানে ব্লক সভাপতি বদল করা হয়েছে, কোথাও বা জেলা সভাপতিও বদল করা হয়েছে। আর এই রদবদলের কারণে দলের বিভিন্ন কর্মী, সমর্থকদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। সম্প্রতি বাঁকুড়া জেলায় সাংগঠনিক রদ বদলের কারণে দলের কিছু নেতা-কর্মীদের মধ্যে বেশ কিছুটা অসন্তোষ দেখা দেয়।

বাঁকুড়া জেলার বেশ কিছু স্থানে পুরনো ব্লক সভাপতিকে অপসারিত করে নতুন করে ব্লক সভাপতির নাম ঘোষণা হওয়ার পর থেকেই জেলার নানা স্থানে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে তৃণমূল কর্মী, সমর্থকদের মধ্যে। পুরোনো ব্লক সভাপতি অপসারণের রাতেই বাঁকুড়া জেলার মেজিয়ার জেমুয়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। এর সঙ্গে সঙ্গেই বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লক সভাপতির পদ থেকে প্রবীর গড়াইকে অপসারণ নিয়ে বিক্ষোভ, বিতর্ক শুরু হয়। যদিও এই বিষয়গুলোকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মেনে নিতে নারাজ শাসকদল তৃণমূল।

তবে নতুন ব্লক সভাপতি ঘোষণার পরদিনই বাঁকুড়া জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক জয়ন্ত মিত্র বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা ও রানিবাঁধের তৃণমূল বিধায়ক জ্যোৎস্না মান্ডির বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করে তোপ বর্ষণ করেন। তাঁর এই বিধায়ক ও জেলা সভাপতির বিরুদ্ধে বিক্ষোভের ভিডিও নিয়ে দলের অন্দরে নানা গুঞ্জন ও প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত এই ব্যাপারটি জেলা সভাপতি ও বিধায়ক রাজ্য তৃণমূল নেতৃত্বকে অবগত করেন।

এরপর গতকাল মঙ্গলবার তৃণমূল ভবনে দলের নতুন জেলা কমিটির প্রথম বৈঠকে জেলা সভাপতি শ্যামল সাঁতরা দলের নেতাকর্মীদের বেশ কিছু কড়া নির্দেশ ও হুঁশিয়ারি দিয়েছেন। দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি জানালেন যে, দলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কোন মন্তব্য করা চলবে না। গতকালের এই বৈঠকে জেলা সভাপতি স্পষ্টভাবে জানালেন, ” দলের অভ্যন্তরীণ বা সাংগঠনিক বিষয় নিয়ে কেবল জেলা সভাপতি ও মুখপাত্র ছাড়া, অন্য কেউ সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না। সোশ্যাল মিডিয়াতেও দলীয় স্বার্থের পরিপন্থী কিছু মন্তব্য করা যাবে না। এটা রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত। দলের নেতা-কর্মীদের এ দিন সে কথা জানিয়েছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তিনি আরো জানান যে, কেউ যদি এই নির্দেশ অমান্য করে তবে তার বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করবে দল। গতকাল দলের নেতাকর্মীদের কড়া নির্দেশ দানের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দলের নেতাকর্মীদের আরো সক্রিয় হবার নির্দেশও দিয়েছেন জেলা সভাপতি।

গতকালের এই বৈঠক জেলা সভাপতি তৃণমূলের বুথ, অঞ্চল, ব্লক, বিধানসভা ভিত্তিক ফেসবুক পেজ খোলার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তাঁর নির্দেশ, যে কোনো দলীয় কর্মসূচির কথা ফেসবুকে পোস্ট করতে হবে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে, আগামী ১০ দিনের মধ্যে প্রতিটি ব্লকে ব্লক কোর কমিটি ও ব্লক কমিটি গড়ে তুলতে হবে। সেই সমস্ত কমিটির তালিকা জেলা স্তরীয় নেতৃত্বকে জানাতে হবে। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য,
“ফেসবুক পেজ আমাদের বহু ব্লকেই রয়েছে। সেখানে আরও বেশি সক্রিয় হতে বলেছি দলের কর্মীদের। দশ দিনের মধ্যে ‘ব্লক কোর কমিটি’ ও ‘ব্লক কমিটি’ গড়তে বলেছি।”

প্রসঙ্গত গতকালের জেলা কমিটির এই বৈঠকে জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক জয়ন্ত মিত্র অনুপস্থিত ছিলেন। নিজের অনুপস্থিতির কারণ সম্পর্কে তিনি জানিয়েছেন, ” আমি প্রচণ্ড অসুস্থ। তাই বৈঠকে যেতে পারিনি।” অন্যদিকে তাঁর অনুপস্থিতি প্রসঙ্গে জেলা সভাপতি শ্যামল সাঁতরার বক্তব্য, ” উনি কেন আসেননি খবর নেব।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!