এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলের আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে তৃণমূলকে তীব্র হুঁশিয়ারি বিরোধী দলনেতার

দলের আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে তৃণমূলকে তীব্র হুঁশিয়ারি বিরোধী দলনেতার

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের ফলাফলের পর থেকেই রাজ্যের নানা স্থানে শুরু হয়েছে ভোট পরবর্তী হিংসা। বিজেপির অভিযোগ, বেছে বেছে তাদের কর্মীদের মারধর, হেনস্থা করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে বাড়িঘর, দোকানপাট, চলছে লুটপাট। প্রাণ বাঁচাতে ঘরছাড়া বহু মানুষ। এই পরিস্থিতিতে ঘাটালের বিজেপি বিধায়ক ও বেশকিছু বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আহত বিধায়ক ও কর্মীদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাসপাতাল থেকে বেরিয়ে তৃণমূলকে বেশকিছু হুঁশিয়ারি দিলেন তিনি।

গতকাল ঘাটাল মহকুমা হাসপাতালে ঘাটালের বিধায়ক শীতল কপাট ও আহত বিজেপি কর্মীদের দেখতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাসপাতালে গিয়ে তাঁদের খোঁজ নিয়েছেন তিনি। তাঁদের সঙ্গে কথা বলেছেন বেশ কিছুক্ষন। এরপর ঘাটাল থানায় গিয়ে এ বিষয়ে অভিযোগ করেছেন তিনি। থানা থেকে বেরোবার পর গণমাধ্যমের সামনে বেশ কিছু বক্তব্য রাখতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গণমাধ্যমে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট ও বেশকিছু বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে বোমা ছোড়া হয়েছিল। বোমার আঘাতে ও একাধিক কারণে বিধায়ক অসুস্থ হয়ে পড়েছেন। এ বিষয়ে পুলিশের কাছে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি করেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন, একাধিক গ্রামে এমন ঘটনা ঘটেছে। মেদিনীপুরের লোক বলে তিনি জানেন, কোথায়? কিভাবে? এসব ঘটনা ঘটানো হচ্ছে।

শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন যে, এই সমস্ত ঘটনা বন্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা দ্রুত প্রয়োজন। এরপর তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানালেন যে, যারা এতোখানি দম্ভ দেখাচ্ছেন, তাদের তিনি বলতে চান যে, ক্ষমতার দম্ভ দেখিয়ে লাভ নেই। গত ২০০৬ সালে ২৯ জন বিধায়কের মধ্যে তিনিও একজন ছিলেন। সেসময় যারা ২৩৫ এর দম্ভ দেখিয়েছিলেন, ছ মাসের মধ্যে শেষ হয়ে গিয়েছিল তাদের দম্ভ। তাই দম্ভ না দেখানোই ভালো। এমনই হুঁশিয়ারি দিলেন তিনি রাজ্যের শাসক দল তৃণমূলকে।

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ঘাটালের বাগানালা গ্রামে ভোট পরবর্তী হিংসায় একাধিক বিজেপি কর্মীকে হেনস্থা, মারধর করা হয়েছিল। দলের কর্মীদের দেখতে গিয়েছিলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। ঘটনাস্থলে পৌঁছাবার পর বিধায়ক ও বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। গত শুক্রবার এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিজেপি সম্পূর্ণভাবে অভিযোগ করেছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। তবে, তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। বোমা ছোড়ার ঘটনায় অসুস্থ হয়ে পড়েন বিধায়ক ও বিজেপির বেশ কিছু কর্মী। দ্রুত তাঁদের ভর্তি করা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!