এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলের আহত সৈনিকদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, বিজেপিকে দিলেন প্রবল হুঁশিয়ারি

দলের আহত সৈনিকদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, বিজেপিকে দিলেন প্রবল হুঁশিয়ারি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত শনিবার ত্রিপুরাতে তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা,জয়া দত্তর উপরে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ ওঠে, হামলার প্রতিবাদ জানাতে গেলে তাঁদের সহ মোট ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাঁদের ছাড়িয়ে আনতে ত্রিপুরা গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জামিনে মুক্তি পাবার পর সকলকে নিয়ে ফিরে আসেন তিনি কলকাতায়। কলকাতায় ফেরার পর তাঁদেরকে ভর্তি করা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। আজ সেখানে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ ঝাড়গ্রাম যাবার আগেই এগারোটা বেজে কুড়ি মিনিটে এসএসকেএম হাসপাতাল গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে খোঁজ নিলেন সকলের। জানা যাচ্ছে, দেবাংশু ভট্টাচার্যকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। সুদীপ রাহা ভর্তি রয়েছেন উডর্বান ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে তাঁর এমআরআই ও সিটি স্ক্যান করানো হয়েছে। জয়া দত্ত ভর্তি রয়েছেন উডর্বান ওয়ার্ডের ২০৩ নম্বর কেবিনে।

তাঁদের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী জানালেন যে, ঝাড়গ্রাম যাবার কারণে তাঁর হাতে সময় বেশি নেই। তিন নেতার মাথা ফাটিয়ে দেয়া হয়েছে। পুলিশের সামনে দাঁড় করিয়ে তাঁদেরকে মারা হয়েছে। থানায় নিয়ে যাওয়া হয়েছে। ৩৬ ঘন্টা তাঁদের কোনো চিকিৎসা করানো হয়নি। বিজেপিকে দানবের দল বলে কটাক্ষ করলেন তিনি। তিনি জানালেন, ছাত্রদের ওপর আক্রমণের বিরুদ্ধে ছাত্রদের গর্জে ওঠা উচিত। তিনি অভিযোগ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশেই এই সমস্ত কাজ হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!