এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দলের বিরুদ্ধে বিস্ফোরক হেভিওয়েট তৃণমূল বিধায়ক, জোর শোরগোল !

দলের বিরুদ্ধে বিস্ফোরক হেভিওয়েট তৃণমূল বিধায়ক, জোর শোরগোল !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি 2021 এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই বাংলার রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা শুরু হয়েছে। করোনা আবহকে সঙ্গে নিয়ে গেরুয়া শিবির কিন্তু দল গোছানোর কাজে নেমে পড়েছে ইতিমধ্যেই। তবে দীর্ঘদিন পর এবার তৃণমূল শিবিরও এবার উঠে পড়ে লেগেছে বলে খবর। এ বিষয়ে অবশ্য সম্প্রতি উদ্যোগী হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। জরুরি ভিত্তিক দলীয় বৈঠকে তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন দলীয় বিধায়কদের নিষ্ক্রিয়তায়।

রাজ্যজুড়ে নির্বাচনী আবহাওয়ায় দলীয় সংগঠনের জোর বাড়ানো যে কতটা গুরুত্বপূর্ণ, সে কথা তিনি বুঝিয়ে দিয়েছিলেন বৈঠকে। আর তারপরেই একুশের বিধানসভার নির্বাচনী রণকৌশল নিয়ে রীতিমত তৎপর হয়েছে রাজ্যের শাসকদলের বিধায়ক, নেতারা। ইতিমধ্যেই বিধানসভার নির্বাচনে কারা লড়াই করতে চান, তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রত্যেকেই আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। কিন্তু তার মধ্যেই রীতিমতন ক্ষোভ প্রকাশ করে দূরে সরে রইলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।

সম্প্রতি দিনহাটা তৃণমূল দলের কার্যকর্তাদের মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক হয়। এবং সেখানেই দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ তাঁর ক্ষোভ উগড়ে দেন দলের অন্য অংশের বিরুদ্ধে এবং জানিয়ে দেন ভবিষ্যতে বিধানসভা নির্বাচনে কোন মতেই তিনি আর অংশগ্রহণ করবেন না। এই বৈঠকে রীতিমতো আক্রমণাত্মকভাবে উদয়ন গুহ জানান, দলের মধ্যেই তাকে হারানোর জন্য রীতিমতো চক্রান্ত চলছে। উপরন্তু তিনি আগামী বিধানসভায নির্বাচনে লড়াইয়ের জন্য উপযুক্ত প্রার্থী খুঁজে নেবারও আবেদন জানান বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এ প্রসঙ্গে স্থানীয় এক নেতার দিকে অভিযোগের আঙুল তুলেছেন উদয়ন গুহ। রীতিমতন ওই নেতাকে উদ্দেশ্য করে উদয়ন গুহ এদিন বলেন, ‘ওই নেতা আমাকে পরাজিত করতে এককোটি টাকা পর্যন্ত ব্যয় করতে পারে!’ তবে এ দিনের বৈঠকে দুর্নীতি নিয়েও কড়া ভাষায় মন্তব্য করেছেন বিধায়ক উদয়ন গুহ। অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মন এর কাছে এদিন বিধায়ক উদয়ন গুহ অভিযোগ করেন, দলের একাধিক অঞ্চল সভাপতির নিষ্ক্রিয়তার বিরুদ্ধে এবং আবেদন জানান তাঁদের বদলির জন্য।

অন্যদিকে উদয়ন গুহর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোড় চর্চা। অন্যদিকে তৃণমূলের অন্দরে বিধায়কের ক্ষোভ নিয়ে শুরু হয়েছে তুমুল গুঞ্জন। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, দিনহাটার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরেকবার প্রকাশ্যে এসে পড়লো। যদিও তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন তৃণমূল জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মন। তাঁর কথায় শুধুমাত্র অভিমানবশত উদয়নবাবু এই ধরনের মতামত প্রকাশ করেছেন। তবে দল চাইলে তিনি অবশ্যই পুরনো অভিমান ভুলে প্রার্থী হবেন। অন্যদিকে উদয়ন গুহকে হারানোর চক্রান্তের বিষয়টি শুধুমাত্র ব্যক্তিগত মতামত বলেই ছেড়ে দিয়েছেন জেলা সভাপতি।

তবে আলোচনার মাধ্যমে সমস্ত বিষয় মেটানো হবে বলে জানান তিনি। দিনহাটার ঘটনা সামনে আসার পরেই রীতিমতো অস্বস্তি শুরু হয়েছে তৃণমূল শিবিরে বলে খবর। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, দিনহাটার ঘটনা কিন্তু সেখানকার সাংগঠনিক দুর্বলতাকেই প্রকাশ করল। 2021 এর বিধানসভা নির্বাচনের আগে যা তৃণমূল শিবিরকে হয়তো বিপাকে ফেলতে পারে বলে মত অনেকেরই। অন্যদিকে দিনহাটার গোষ্ঠীদ্বন্দ্ব যে মাত্রাছাড়া আকার নিয়েছে তা কিন্তু রাজনৈতিক অলিন্দে কানাঘুষো শোনা যাচ্ছে। আপাতত এই পরিস্থিতিতে তৃণমূলের দলীয় নেতৃত্ব কি পদক্ষেপ গ্রহণ করেন, সে দিকেই এখন নজর থাকবে সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!