দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী, বাগদায় জামানত জব্দের হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর! বিজেপি রাজনীতি রাজ্য June 22, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের যে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, তার মধ্যে অন্যতম বাগদা কেন্দ্র। এখানে বিজেপির পক্ষ থেকে বিনয় বিশ্বাসকে বাড়তি করা হলেও, তার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন জমা দিয়েছেন সত্যজিৎ মজুমদার। তিনি নিজেকে প্রকৃত বিজেপি বলে দাবি করছেন। আর এই পরিস্থিতিতে সেই নির্দল প্রার্থীর জামানত জব্দ হবে বলে হুশিয়ারি দিলেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। প্রসঙ্গত, এদিন বাগদায় বিজেপির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। আর সেখানেই সাংবাদিকরা নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদারের বিষয়ে তাকে প্রশ্ন করেন। যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে শান্তনু বাবু বলেন, “ভোটে যখন জামানত জব্দ হবে, তখন বুঝতে পারবে, এভাবে ভোট লড়ার ফলটা কি।” অর্থাৎ শান্তনুবাবুর বক্তব্যেই স্পষ্ট হয়ে গেল যে, দলের বিরুদ্ধে জামানত জব্দ হয়ে যাবে সেই নির্দল প্রার্থীর। তাই তিনি যে কাজ করেছেন, তা যে দল বিরোধী, তা আবারও স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -