এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দলের দক্ষ জেলা সভাপতির দলত্যাগে দলকে আত্মসমালোচনার আর্জি দলের অপর এক জেলা সভাপতির

দলের দক্ষ জেলা সভাপতির দলত্যাগে দলকে আত্মসমালোচনার আর্জি দলের অপর এক জেলা সভাপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বিজেপি ছেড়ে সদলবলে তৃণমূলে যোগদান করেছেন আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। জেলা সভাপতি হিসাবে নিজের দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি পালন করেছিলেন। লোকসভা, বিধানসভা নির্বাচনে সাফল্যের মুখ দেখিয়েছিলেন তিনি দলকে। দলে দীর্ঘদিনের প্রভাবশালী নেতা ছিলেন তিনি। তাঁর দলবদলের পর দলের অস্বস্তি বাড়িয়ে দলের বিরুদ্ধে সরব হলেন মালদহ জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল। এই পরিস্থিতিতে দলের মধ্যে আত্মসমীক্ষার আর্জি জানালেন তিনি।

এক টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে মালদহ জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল জানালেন যে, গঙ্গাপ্রসাদ শর্মার মতো নেতাদের দল ছাড়া অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। খুব দুঃখ,অভিমান নিয়ে তিনি দলত্যাগ করেছেন। দলের সঙ্গে তিনি গদ্দারি করেছেন, তা কখনই নয়। ভোটের আগে দল ছেড়ে যাননি তিনি। আলিপুরদুয়ারে তাঁর নেতৃত্বেই জয়লাভ করেছে দল। তাঁর দলত্যাগ হয়তো ঠিক হয়নি। এই পরিস্থিতিতে দলের নেতৃত্বর প্রয়োজন অন্যান্য জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, পার্টির কার্যকর্তারা যারা তিল তিল করে দলকে গড়ে তুলেছেন, তাদের কথাবার্তা শোনা। কার্যকর্তারা যদি মূল্য না পান, তবে সেটা দুর্ভাগ্যজনক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এর সঙ্গে সঙ্গেই দলের আত্মসমীক্ষার নিদান দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, দল আদর্শচ্যুত হয়ে যাচ্ছে কিনা, তা দেখা প্রয়োজন। উচ্চ নেতৃত্বকে জেলার কার্যকরতাদের কথা ধৈর্য ধরো শোনা প্রয়োজন। এরাই তিল তিল করে দল গড়ে তুলেছেন। বাইরে থেকে কেউ হঠাৎ চলে এল, আর তাঁকে নেতৃত্ব দিয়ে দেয়া হল, তা কখনোই মেনে নেওয়া যায় না। কেউ হঠাৎ করে আসবেন, আর গদি পেয়ে যাবেন। সেটা কখনোই হয় না। তৃণমূল থেকে আসা সত্তর-আশি জনকে প্রার্থী করা হয়েছিল। যাঁদের মধ্যে মাত্র তিন থেকে চারজন জিততে পেরেছেন।

সকলেই যদি জিততে পারতেন, তাহলে হয়তো মন্ত্রী করা হতো। আর তাদের মত নেতাদেরকে লাইন দিয়ে দাঁড়িয়ে তাদের সঙ্গে পিছন থেকে দেখা করতে হতো। আবার কখনো হয়তো দেখা পাওয়াও যেত না। তাই ভগবান যেটা করেন, সেটা মঙ্গলের জন্যই করেন। তিনি জানিয়েছেন, মানুষ বাইরের নেতা, সারদা, নারদা কাণ্ডে অভিযুক্ত নেতাদের কিছুতেই মেনে নিতে পারেন নি। তাদেরকে নিয়েই যত গন্ডগোল হয়েছে। ক্ষমতা দখল করাই মূল কথা নয়। আদর্শ নিয়ে ক্ষমতা দখল করতে হবে। তাতে দেরি হলে হোক।

গঙ্গাপ্রসাদ শর্মার দলত্যাগ সম্পর্কে তিনি জানিয়েছেন, গঙ্গাপ্রসাদ শর্মা দল ত্যাগ করে হয়তো ঠিক করেননি। আবর্জনার পার্টিতে গিয়ে তিনি কতটা সুস্থ থাকতে পারবেন? ভবিষ্যৎই সেটা বলবে। আবার, গঙ্গাপ্রসাদ শর্মার দলত্যাগের পর আত্মসমালোচনার আর্জি জানিয়েছেন রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজ কমল পাঠক। তিনি জানিয়েছেন, গঙ্গাপ্রসাদ শর্মার নেতৃত্বে বিজেপি আলিপুরদুয়ার জেলার সমস্ত আসন দখল করেছিল। তিনি দলের অনেক পুরনো নেতা। তিনি কেন দল ছাড়লেন? সেটা নিয়ে সকলের ভাবার প্রয়োজন আছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!