এখন পড়ছেন
হোম > জাতীয় > দলের দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে দলের ক্রমাগত ভাঙ্গন, এবার ভাঙ্গন রোধে দলের নয়া পদক্ষেপ বিজেপির

দলের দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে দলের ক্রমাগত ভাঙ্গন, এবার ভাঙ্গন রোধে দলের নয়া পদক্ষেপ বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের পূর্বে ক্রমাগত ভাঙ্গন দেখা দিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূলে। তৃণমূলের বহু নেতা-কর্মী-সমর্থক দল ছাড়তে শুরু করেছিলেন। আর নির্বাচনে পরাজয়ের পর এবার ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে বিজেপিতে। দলের একাধিক নেতাকর্মী তৃণমূলের দিকে পা বাড়িয়েছেন। দলের এই ভাঙ্গনকে ত্বরান্বিত করেছে মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তন। বারবার ভাঙ্গনে দলের সংগঠনকে ধরে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে বিজেপির কাছে। এই পরিস্থিতিতে দলের ভাঙ্গন রোধে নতুন পরিকল্পনা নিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

এতদিন ধরে যারা দলকে আগলে রেখেছিলেন, দলের বিপদের দিনে যারা মরণপণ সংগ্রাম করেছিলেন, তাদের বসিয়ে রেখে নবাগতদের অধিক গুরুত্ব দেয়া হচ্ছে বলে, অভিযোগ উঠতে শুরু করেছে। বিজেপির বেশকিছু আদি কর্মীরা সক্রিয়ভাবে দলের কাজে যোগদান করছেন না। অনেকে দলের প্রতি অভিমান করেছেন। দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এ খবর পৌঁছতে কেন্দ্রের পক্ষ থেকে বিশেষ কিছু নির্দেশ দেয়া হল রাজ্য নেতৃত্বকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্তের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দলে কখনোই আদি-নব্য বিবাদ তৈরি করা যাবে না। দলের আদি নেতাদের দলের কাছে টানতে হবে। যারা আদি কর্মী রয়েছেন, তাদের আবার দলে ফিরিয়ে আনতে হবে। দলের নবাগতদের অধিক গুরুত্ব দেওয়া যাবেনা। আদি কর্মীদের সক্রিয়ভাবে দলের কাজে যোগদান করাতে হবে। দলের আদি কর্মীরা কোনভাবে যাতে দল না ছাড়েন, তা নিশ্চিত করতে হবে।

নতুন করে দলে আসা নেতারা, যারা নেতৃত্ব দিতে পারবেন। তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। দীর্ঘদিন ধরে দলে যারা কোণঠাসা হয়ে রয়েছেন। তাদের সক্রিয়ভাবে দলের কাজে ব্যবহার করতে হবে। দলের প্রতি ক্ষুব্দদের আবার সক্রিয় করে দলের সংগঠনকে মজবুত করার নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচনে পরাজয়ের পর থেকে দলের যেভাবে ভাঙ্গন শুরু হয়েছে, যেভাবে দলের একের পর এক হেভিওয়েট দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন, তাতে দলের সংগঠন ধরে রাখতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে রাজ্য বিজেপিকে।

এদিকে জঙ্গলমহলের একাধিক জেলায় যেখানে বিজেপি’র শক্তিশালী গড় রয়েছে, সেখানেও দলের ভাঙ্গন শুরু হয়েছে। এই পরিস্থিতিতে দলকে ধরে রাখতে বিশেষ নির্দেশ দেয়া হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে। এর সঙ্গে সঙ্গেই দলকে সতেজ রাখতে একাধিক রাজনৈতিক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে দল। রাজ্যে ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে আগামী ২৩ সে জুন থেকে শুরু করে কিছুদিন ধরে একেবারে বুথস্তরে প্রতিবাদ জানবার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!