এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দলের একাংশের প্রতি ক্ষোভ প্রকাশ হেভিওয়েট মন্ত্রীর। অস্বস্তি বাড়ছে শাসকদলের

দলের একাংশের প্রতি ক্ষোভ প্রকাশ হেভিওয়েট মন্ত্রীর। অস্বস্তি বাড়ছে শাসকদলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন শাসক দল তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী, বিধায়ক ও সাংসদ। প্রথম দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। এরপর একই পথ ধরে ছিলেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। পরবর্তীতে, তাঁরা দুজনেই তৃণমূল ত্যাগ করেছেন, যোগদান করেছেন বিজেপিতে। এরপর প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই তৃণমূলে একের পর এক বিক্ষুব্ধ নেতা, মন্ত্রী, বিধায়ক ও সাংসদের তালিকা ক্রমশ দীর্ঘ হতে শুরু করেছে। এই আবহে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।

সম্প্রতি শিলিগুড়ির নিকটবর্তী জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার একটি রাস্তার সংস্কার নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল পর্যটন মন্ত্রী গৌতম দেবকে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ করে তিনি জানালেন যে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাছে ১০০ বার তিনি চিঠি দিয়েছেন রাস্তা সংস্কারের আর্জি জানিয়ে। কিন্তু, সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে তাঁকে কোনো রকম সহযোগিতা করা হয়নি। তবে, এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

সম্প্রতি বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় শাসকদলের যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। এরপরই দলের অস্বস্তি অনেকটা বাড়িয়ে দিয়েছেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। দলের একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আগামীকাল দিল্লি যাচ্ছেন তিনি। এবার এই পরিস্থিতিতে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল গৌতম দেবকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের প্রতি অভিযোগ করে তিনি জানালেন যে, বিভিন্ন বিষয় নিয়ে ১০০ বার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাছে তিনি চিঠি লিখেছেন। কিন্তু এর পরও কোনো সমস্যার সমাধান হয়নি। তবে পরবর্তীতে তাঁকে এ বিষয় নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি জানালেন যে, আবেগ তাড়িত হয়ে এই কথাগুলো বলেছিলেন তিনি।

আবার, এর সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। পর্যটন মন্ত্রী জানালেন যে, মুখ্যমন্ত্রী যেভাবে যত্ন সহকারে ও গুরুত্ব দিয়ে উত্তরবঙ্গের উন্নয়নের বিষয়গুলিকে দেখছেন, তার জন্য তিনি মুখ্যমন্ত্রীর প্রতি যথেষ্ট ভাবে কৃতজ্ঞ আছেন। তবে, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে তিনি যেভাবে অসহযোগিতার অভিযোগ তুলেছেন, তাতে যথেষ্ট জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। কারণ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের অধিকর্তা হলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

তাই এই পর্ষদের ব্যাপারে অভিযোগ করার অর্থই হল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধেই অভিযোগ করা । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ অবশ্য এ বিষয়ে নিরুত্তর। সম্প্রতি, উত্তর থেকে দক্ষিনে যেভাবে দলের আভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল ও বিক্ষোভ প্রকাশের মাত্রা বাড়ছে বিক্ষুব্ধ নেতাদের। তাতে, বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট প্রমাদ গুনতে হচ্ছে শাসকদল তৃণমূলকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!