এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দলের হেভিওয়েট নেতাদের মান ভাঙাতে এবার মাঠে নামছেন পার্থ, জেনে নিন বিস্তারিত

দলের হেভিওয়েট নেতাদের মান ভাঙাতে এবার মাঠে নামছেন পার্থ, জেনে নিন বিস্তারিত

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নতুন জেলা কমিটি গঠন হওয়ার সাথে সাথেই কোচবিহার জেলার হেভিওয়েট তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী দলের বিরুদ্ধে সরব হতে শুরু করেছিলেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় অস্বস্তিতে পড়ে ছিল কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব। আর তার থেকেও বেশি অস্বস্তিতে পড়েছিলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়। কিন্তু এবার এই জেলা কমিটি নিয়ে যাতে কেউ দলের বিরুদ্ধে সরব হতে না পারেন এবং সকলের মতামত নিয়েই যাতে দল চলে, তার জন্য উদ্যোগী হলেন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি।

যেভাবে কোচবিহার জেলায় একের পর এক তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে নেতাকর্মীরা দলের গঠনতন্ত্র নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন, তাতে আগামী বিধানসভা নির্বাচনের আগে যদি সেই ক্ষোভকে সামাল দেওয়া না যায়, তাহলে চরম সমস্যার মুখে পড়তে হতে পারে তৃণমূল কংগ্রেসকে। তাই দলের কর্মী-সমর্থকদের মনোবল যাতে না ভাঙ্গে, তার জন্য উদ্যোগ গ্রহণ করতে দেখা যাচ্ছে কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্বকে। সূত্রের খবর, বুধবার জেলা তৃণমূল কংগ্রেসের ব্লক এবং পূর্ণাঙ্গ জেলা কমিটির সমস্ত সদস্যকে নিয়ে একটি বৈঠকে বসতে চলেছেন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। আর সেখানেই আগামী দিনে জেলায় কিভাবে সংগঠন চলবে, তার ব্যাপারে রূপরেখা স্থির করা হবে বলে খবর।

একাংশ বলছেন, এই নতুন কমিটি গঠন হওয়ার পর থেকেই পার্থপ্রতিম রায় কিছুটা হলেও অস্বস্তিতে। কেননা কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী দলের সমস্ত পদ থেকে অব্যাহতি চেয়েছেন। শুধু তাই নয়, শীতলকুচির তৃণমূল বিধায়ক হিতেন বর্মন দলের বর্তমান জেলা নেতৃত্বের সঙ্গে বিধায়কদের দূরত্ব বাড়ছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন। স্বাভাবিকভাবেই দলের হেভিওয়েট জনপ্রতিনিধিদের মুখ থেকে এরকম মন্তব্য প্রকাশ্যে আসায় রীতিমত অস্বস্তিতে পড়েছেন জেলা তৃণমূল সভাপতি। আর তাই সকলের মধ্যে কার দ্বন্দ্ব মিটিয়ে নিয়ে যাতে আগামী দিনে ভালো করে সংগঠন পরিচালনা করা যায়, তার জন্য বিদ্রোহী জনপ্রতিনিধিদের মান ভাঙানোর চেষ্টা করতে চলেছেন পার্থপ্রতিম রায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের মতে, জেলা তৃণমূলের অন্দরে দীর্ঘদিন ধরেই গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। আর এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই গত লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা আসনটি হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের। তারপর সংগঠনকে পরিবর্তন করা হলেও সেভাবে লাভবান হয়নি শাসকদল। কিন্তু সম্প্রতি সেখানকার প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়কে সভাপতি করে মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠনে জোয়ার আনার চেষ্টা করেছেন। কিন্তু তারপরেও যেভাবে দ্বন্দ্ব তৈরি হয়েছে, তা সত্যিই বর্তমানে আটকাতে না পারলে তা ভবিষ্যতে তৃণমূলের কাছে বড় কাঁটা হয়ে দাঁড়াবে। আর তাই সকলের মতামত শুনে বিদ্রোহী জনপ্রতিনিধিদের মান ভাঙানোর জন্য পার্থপ্রতিম রায়ের উদ্যোগে এই বৈঠক ডাকা হচ্ছে।

কেন এই বৈঠক? এদিন এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি বলেন, “নতুন ব্লক সভাপতি ও সদস্যদের নিয়ে আমি বৈঠক করছি। 7 অক্টোবর জেলা কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেখানে আমরা আগামীদিনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেব। পুজোর আগে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আমাদের দলের ভেতরে-বাইরে গণতান্ত্রিক বাতাবরণ রয়েছে। ব্যক্তিগতভাবে কেউ কেউ উষ্মা প্রকাশ করেছেন। কিন্তু দলের প্রতি তারা সকলেই দায়বদ্ধ। একটি পরিবারে থাকতে গেলে অনেক মতানৈক্য তৈরি হতে পারে।মিহিরবাবু অন্যতম বিধায়ক। বারবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই তার সঙ্গে কথা বলেছেন। আগামী দিনে তিনি দলের হয়ে আমাদের পরামর্শ দেবেন এবং লড়াই করবেন।” সব মিলিয়ে 2021 এর বিধানসভা নির্বাচনের আগে দলের গোষ্ঠী কোন্দল বন্ধ করতে এবং বিদ্রোহী নেতাদের মান ভাঙাতে পার্থপ্রতিম রায়ের এই উদ্যোগ কতটা সাফল্য পায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!