এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > দলের যুব কর্মীর মৃত্যুতে তীব্র বিক্ষোভ বাম কর্মী ও সমর্থকদের

দলের যুব কর্মীর মৃত্যুতে তীব্র বিক্ষোভ বাম কর্মী ও সমর্থকদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নবান্ন অভিযানের দিনে পুলিশের লাঠির আঘাতে গুরুতরভাবে আহত হয়েছিলেন ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্যা। পুলিশের লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি। শেষ আর্তনাদ করেছিলেন, “আমি আর বাঁচবো না।” আজ সকালে তাঁর মৃত্যু হল। জানা যাচ্ছে পুলিশের লাঠির আঘাতে সেদিন তাঁর প্রসাব দিয়ে রক্ত বেরিয়েছিল। ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছিলো।

মৃত ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্যার ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের জন্য তাঁর দেহ পুলিস মর্গে নিয়ে যাওয়া হয়। এসময় পুলিস মর্গের সামনে বিক্ষোভ দেখালেন বাম কর্মী ও সমর্থকরা। বামেদের একাধিক সংগঠন এই ঘটনার বিরুদ্ধে তীব্র আন্দোলনের ডাক দিয়েছে, সেই সঙ্গে চলবে বিক্ষোভ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মৃত যুব বাম কর্মীর দেহের ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হবে বলে জানা যাচ্ছে। তিনজন চিকিৎসক তাঁর দেহের ময়না তদন্ত করবেন। ওসি হোমিসাইড থাকবেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন মৃত যুব বাম কর্মীর ভাই। পুলিশ সূত্রে জানা গেছে যে, ম্যাজিস্ট্রেটের সামনে হবে এই ময়নাতদন্ত।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানালেন যে, এই মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রশাসনই দায়ী। এই ঘটনা অত্যন্ত বর্বরোচিত বলে অভিযোগ করেছেন তিনি। বাম কর্মী মইদুল ইসলামের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর পরিবারের সদস্যরা। টোটো, আটো চালিয়ে তিনি সংসার চালাতেন। বাড়ির একমাত্র উপার্জনশীল সদস্য ছিলেন তিনি।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!