এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দলের মধ্যে শক্তি প্রদর্শনে মিছিল পার্থর, গরহাজির অনেক নেতা, বিধায়ক!

দলের মধ্যে শক্তি প্রদর্শনে মিছিল পার্থর, গরহাজির অনেক নেতা, বিধায়ক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি কোচবিহার জেলা সহ একাধিক জেলা কমিটি গঠন করে ঐক্যের বার্তা দিতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস। যেখানে প্রতিটি জেলা কমিটিতে নতুন মুখ এনে প্রত্যেকে যাতে একত্রিত হয়ে কাজ করেন, তার জন্য বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু জেলা কমিটি গঠন হলেও অস্বস্তি কমছে না কিছুতেই। এবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উত্তরপ্রদেশের গণধর্ষণ এবং নতুন কৃষি আইনের প্রতিবাদে মিছিল হলেও সেখানে অনুপস্থিত থাকতে দেখা গেল অনেক নেতা এবং বিধায়ককে। স্বাভাবিকভাবেই এই মিছিলের উদ্যোক্তা পার্থপ্রতিম রায় জেলা সভাপতি হিসেবে মিছিল ডাকলেও, কেন সেখানে অনুপস্থিত থাকলেন দলের একাধিক জনপ্রতিনিধি, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গেছে, এদিন শিলিগুড়িতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর। আর তাদের সঙ্গে দেখা করতেই কোচবিহারের একাধিক তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা শিলিগুড়িতে চলে যান। স্বাভাবিকভাবেই পার্থপ্রতিম রায়ের ডাকা এই মিছিলে অনেকেই উপস্থিত থাকতে পারেননি। তবে কোচবিহার থেকে শিলিগুড়ি দূরত্ব খুব একটা বেশি নয়। তা সত্ত্বেও কেন একাধিক তৃণমূল বিধায়ক এই কর্মসূচিতে উপস্থিত থাকলেন না, তা নিয়ে জল ক্রমশ ঘোলা হতে শুরু করেছে। জানা গেছে, জেলা তৃণমূলের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মন কো-অর্ডিনেটর উদয়ন গুহ সহ অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে সকালে শিলিগুড়ি রওনা দিয়েছেন। তাই তারা এই মিছিলে উপস্থিত থাকতে পারেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু হিতেন বর্মন থেকে শুরু করে তুফানগঞ্জের বিধায়ক ফজল করিম মিয়াও এই মিছিলে উপস্থিত হননি। কিন্তু কেন এমনটা হল? এদিন এই প্রসঙ্গে বিনয় কৃষ্ণ বর্মন বলেন, “শিলিগুড়িতে মিটিংয়ের জন্য মিছিলে যেতে পারিনি।” অন্যদিকে উদয়ন গুহ বলেন, “খুব ভালো মিছিল হয়েছে। থাকতে পারলে আরো ভালো লাগত। নানা কারণে মিছিলে সবাই উপস্থিত হতে পারেননি। এরপরে সমস্ত নেতার উপস্থিতিতে আরও মিছিল হবে।” তবে নানা নেতা এবং জনপ্রতিনিধি এই বৈঠকে উপস্থিত না থাকায় বিজেপি গোটা বিষয়টি নিয়ে তৃণমূলকে কোণঠাসা করতে শুরু করেছে।

এদিন এই প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপির সভানেত্রী মালতি রায় বলেন, “তৃনমূল টাকা দিয়ে মিছিলে লোক এনেছে। সেখানেও তাদের দ্বন্দ্বের ছবি স্পষ্ট।” সব মিলিয়ে দলের ঐক্য বজায় রাখতে তৃণমূলের পক্ষ থেকেও কর্মসূচি শুরু হলেও, সেখানে যে ক্রমশ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিতে শুরু করেছে, সেই ব্যাপারটি নিশ্চিত হয়ে গেছে রাজনৈতিক মহলের কাছে। সব মিলিয়ে গোটা উপস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!