এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দোলের আনন্দে বিরোধ ভুলে এক বৃন্তে তৃণমূল ও বিজেপি

দোলের আনন্দে বিরোধ ভুলে এক বৃন্তে তৃণমূল ও বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনীতির অঙ্গনে প্রবল প্রতিপক্ষ হলো তৃণমূল ও বিজেপি। দুই দলের নেতা-নেত্রীরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ, কটাক্ষ, বক্তব্য, বিরোধী বক্তব্য রাখছেন। কিন্তু আজ একেবারে ভিন্ন চিত্র দেখা গেল। আজ দোলের আনন্দে শামিল হতে দেখা গেল তৃণমূল ও বিজেপির একাধিক হেভিওয়েট ব্যক্তিত্বকে। গঙ্গাবক্ষে আজ দোল উৎসবে একত্রিত হলেন তৃণমূল প্রার্থী মদন মিত্র ও বিজেপি প্রার্থী শ্রাবন্তী, পায়েল, তনুশ্রী।

আজ কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রের সঙ্গে দোলের আনন্দ ভাগ করে নিলেন বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার ও হাওড়ার শ্যামপুরের বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী প্রমুখরা। দোল খেলার দিনে গঙ্গাবক্ষে গান গেয়ে উৎসবের উদযাপন করলেন তাঁরা আনন্দে। এক বিশেষ চ্যানেলের অনুষ্ঠানে যোগদান করলেন তাঁরা। জানালেন উৎসবের দিনে রাজনৈতিক দল বলে কিছু থাকেনা, উৎসবের দিনে সবাই এক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার যে মদন মিত্রকে একাধিকবার প্রতিপক্ষের প্রতি কঠোর বাক্যবাণ রাখতে দেখা গিয়েছে, কখনো গান গাইতেও দেখা গিয়েছে, আজ একেবারেই ভিন্ন রূপে, ভিন্ন ভাবে উপস্থিত হলেন মদন মিত্র। তিনি জানালেন, আজ দোলের দিন, আজ চৈতন্য মহাপ্রভুর উৎসব। রাজনীতির দেওয়াল সরিয়ে রেখে আজকের দিনে রঙের উৎসবে শামিল হওয়া হলো বাঙালির সংস্কৃতি। এখানে এসেছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু, আবার এই দক্ষিণেশ্বরে পায়ে হেঁটে বেড়াতেন শ্রীরামকৃষ্ণ। এমন পবিত্র দিনে পবিত্র উৎসবে রাজনৈতিক মত পার্থক্যকে আসতে দেননি তাঁরা।

তিনি আরও জানালেন যে, একটি সংস্থার পক্ষ থেকে তাঁকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি এসে দেখেছেন আরো অনেকেই এসেছেন। এরপরই তিনি বললেন,” এ খেলা কি যে খেলা বোঝে কি আর জনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। এটা দোল খেলা হচ্ছে। এটাও খেলা। এখানে কোন রাজনৈতিক দল বড় কথা নয়, দোল উৎসব বড়।” আজ দোলের দিনে তৃণমূল ও বিজেপি দুই প্রতিপক্ষের হেভিওয়েটদের এই উৎসব পালন এক নজির গড়লো রাজ্যের রাজনৈতিক মহলে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!