এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলের নতুন নিয়ম নীতির গ্যাড়াকলে পড়ে পদ হারাতে পারেন বহু হেভিওয়েট, জল্পনা তুঙ্গে ঘাসফুল শিবিরে

দলের নতুন নিয়ম নীতির গ্যাড়াকলে পড়ে পদ হারাতে পারেন বহু হেভিওয়েট, জল্পনা তুঙ্গে ঘাসফুল শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ৫ ই জুন তৃণমূলের কোর কমিটির বৈঠকে দলে এক ব্যক্তি এক পদ নীতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাস থেকেই এই নীতি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। এই নীতির ফলে দলের বহু হেভিওয়েট পদচ্যুত হতে পারেন বলে, জল্পনা বাড়ছে। বিশেষ করে দলের একাধিক জেলা সভাপতির অপসারণের সম্ভাবনা তীব্র হয়ে উঠেছে তৃণমূলে। দলের একাধিক জেলা সভাপতিকে তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে, সেখানে নতুন কাউকে দায়িত্বতে আনার সম্ভাবনা বাড়ছে। তবে, কাদের অপসারণ ও কাদের নিয়োগ হবে? তা এখনো স্থির করেনি রাজ্যের শাসক দল তৃণমূল।

তৃণমূলের পক্ষ থেকে স্থির করা হয়েছে যে, এবার থেকে রাজ্যের মন্ত্রীরা নিজেদের প্রশাসনিক দায়িত্ব যাতে নির্বিঘ্নে পালন করতে পারেন, সে বিষয়ের উপর গুরুত্ব দেয়া হবে। এ কারণে অতিরিক্ত দায়িত্ব থেকে তাঁদেরকে মুক্তি দেয়া হবে। পরিবর্তে তৃণমূলের জেলা সংগঠনের দায়িত্ব দেয়া হবে অন্য কোন ব্যক্তিকে। তিনি দলের সংগঠনকে শক্তিশালী করার কাজে নিয়োজিত থাকবেন, প্রশাসনের দায়িত্ব তাঁকে সামলাতে হবে না। যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, প্রশ্ন উঠেছে এই নীতি চালু করা কতদূর সম্ভব হবে তৃণমূলে? কারন, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে, এমন বহু নেতা-নেত্রী রয়েছেন, যারা প্রশাসনিক কাজ ও দলীয় সংগঠনের কাজ দুটোই সঠিকভাবে ও সমান দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন এক দশকেরও বেশি সময় ধরে। তাই হঠাৎ করে যদি তাঁদের সংগঠন থেকে অপসারিত করে দেয়া হয়, তবে দলের সংগঠনে বড় সমস্যা তৈরি হবার আশঙ্কা রয়েছে। তাই কিছু দক্ষ নেতৃত্বর ক্ষেত্রে, আলাদা সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এমন একটা সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে কাঙ্খিত জয়লাভের পর আগামী লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রাখছে রাজ্যের শাসক দল তৃণমূল। লোকসভা নির্বাচনের দ্বারা জাতীয় রাজনীতির মঞ্চে উত্থান ঘটাবার পরিকল্পনা রয়েছে তৃণমূলের। তাই সেদিকে লক্ষ্য রেখে দলের সংগঠনকে মজবুত করার চিন্তা-ভাবনা যেমন চলছে, তেমনি একাধিক রাজ্যে সংগঠন তৈরি করার বিষয়েও চিন্তা ভাবনা চলছে। এই প্রেক্ষিতে এক ব্যক্তি এক পদ নীতির বিষয়ে চিন্তাভাবনা করা হয়েছে। আগামী মাস থেকেই এই নীতি কার্যকর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এ কারণে বেশ কিছু জেলা সভাপতির পদচ্যুতির সম্ভাবনা রয়েছে, সেস্থলে উঠে আসতে পারেন নতুন জেলা সভাপতির নাম। যাকে ঘিরে দলের অন্দরে চলছে তীব্র জল্পনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!