এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলেরই নেতাকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক? বিস্ফোরক অভিযোগ ঘিরে তুলকালাম

দলেরই নেতাকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক? বিস্ফোরক অভিযোগ ঘিরে তুলকালাম


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের গোষ্ঠী কোন্দল তাদের সব থেকে বড় পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বারবার দলের গোষ্ঠী কোন্দল কমানোর কথা শোনা গেছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের গলায়‌। কিন্তু তা সত্ত্বেও জেলাস্তরে সেই গোষ্ঠী কোন্দল করতে দেখা যায়নি। মালদহ জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল নতুন কিছু নয়। এবার সেই গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এল। যেখানে দলের বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে গুরুতর অভিযোগ তুললেন স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ ইয়াসিন। স্বাভাবিকভাবেই যখন তৃণমূল কংগ্রেস শৃংখলাবদ্ধ হওয়ার চেষ্টা করছে, তখন দলীয় বিধায়কের বিরুদ্ধে স্থানীয় তৃণমূল নেতার এই ধরনের অভিযোগ তৃণমূলকে ক্রমশ চাপে ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, বুধবার রতুয়া 1 ব্লকের বাহারান এলাকায় তৃণমূলের কার্যালয় একটি সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল নেতা মহম্মদ ইয়াসিন। যেখানে বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়ে এই তৃণমূল নেতা বলেন, “যেহেতু আমি সক্রিয়ভাবে রতুয়া বিধানসভা কেন্দ্রে দলের হয়ে কাজ করে চলেছি, তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে ফাসানোর চেষ্টা চলছে। মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে মারার হুমকি দেওয়া হয়েছে। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। একজন বিধায়ক কিভাবে এই ধরনের কথা বলতে পারেন, তা ভেবে পাচ্ছি না। পুলিশ সুপার, জেলাশাসক ও জেলা নেতৃত্বকে বিষয়টা জানানো হয়েছে। পাশাপাশি রাজ্য নেতৃত্বকেও সমস্ত ঘটনার কথা জানানো হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর দলের বিধায়কের বিরুদ্ধে এইভাবে অভিযোগ তোলায় দুই মূল নেতার দ্বন্দ্ব জেলা তৃণমূল নেতৃত্বকে অনেকটাই চাপে ফেলে দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সত্যিই কি তিনি এভাবে মহম্মদ ইয়াসিনকে কোনো হুমকি দিয়েছেন? এদিন এই প্রসঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। তিনি বলেন, “এই ধরনের অবাঞ্ছিত কথা কোনোদিন বলিনি। আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এই ধরনের মিথ্যা অভিযোগ আনা হয়েছে। রাজ্য নেতৃত্ব জানে যে আমি এলাকায় কিভাবে কাজ করছি। এগুলো সব সাজানো গল্প। অভিযোগ সত্যি হলে উনি প্রমাণ করে দেখান।”

আর এখানেই একাংশের প্রশ্ন, কিছুদিন আগেই তৃণমূলের পক্ষ থেকে মুখপাত্র নামক নতুন পদ সৃষ্টি করা হয়েছে। যেখানে দলের কোনো কথা বলতে গেলে সেই মুখপাত্রই বলবেন বলে জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ দলের কেউ যাতে অন্য ভাবে কোনো বিবৃতি না দেন এবং তার জেরে যাতে দল বিপাকে না পড়ে, তার জন্য তৃনমূলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কিন্তু তার পরেও যেভাবে দলীয় বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করলেন এক তৃণমূল নেতা, তাতে দলের শৃঙ্খলা ভেঙে পড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন এই প্রসঙ্গে মালদহ জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম বেনজির নূর বলেন, “ঘটনার কথা শুনেছি। এটা দলের একান্তই আভ্যন্তরীণ বিষয়। বিষয়টি দলীয় স্তরে খতিয়ে দেখা হচ্ছে।” সব মিলিয়ে গোটা পরিস্থিতি এখন কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!