এখন পড়ছেন
হোম > জাতীয় > দলের নির্দেশ পেলেই দিতে পারেন ইস্তফা, মুখ্যমন্ত্রীর বক্তব্যে চমকিত রাজনীতি মহল

দলের নির্দেশ পেলেই দিতে পারেন ইস্তফা, মুখ্যমন্ত্রীর বক্তব্যে চমকিত রাজনীতি মহল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলের নির্দেশ পেলেই ইস্তফা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন মুখ্যমন্ত্রী, গতকাল রবিবার বিকেলে এমন ধরনের বক্তব্য রাখতে দেখা যায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে। গতকাল তিনি কর্নাটকের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন। পরিদর্শনের পর বিমানবন্দরে গণমাধ্যমের সামনে এই বক্তব্য রেখেছেন তিনি। গতকাল সন্ধ্যার মধ্যেই এ বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা ছিল। দলের নির্দেশ পেলেই ইস্তফা দেবেন মুখ্যমন্ত্রী, এমন কথাও তিনি জানিয়েছিলেন। যদিও, এখনো পর্যন্ত তা হয়নি।

গতকাল কর্নাটকের শিবমেগাতে একটি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। সেখানে তিনি জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী পদে শপথ নেবার প্রথম দিন থেকেই বিভিন্ন রকম চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে তাঁকে। সফলতা যেমন এসেছে, আবার কিছু কাজে বিতর্কও সৃষ্টি হয়েছে। তবে, গত দু’বছরের কাজ নিয়ে সন্তুষ্ট তিনি। এরপর, দল যা ঠিক করবে, সেটাই তিনি মেনে নেবেন। গতকাল তিনি জানিয়েছিলেন যে, গতকাল বিকেলের মধ্যে যদি পদত্যাগের বিষয়ে কোনো নির্দেশ দেয়া হয়, তবে সঙ্গে সঙ্গে তিনি জানাবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও গতকাল এরকম কোনো নির্দেশ বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে আসেনি। আবার অনেকে মনে করছেন, আজ ২৬ সে জুলাই কর্নাটকের বিজেপির ক্ষমতায় ফিরে আসার দু’বছর পূর্ণ হতে চলেছে। আজও তিনি ইস্তফা দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারেন। কর্নাটকে যথেষ্ট রকম রাজনৈতিক সমস্যার সৃষ্টি হয়েছে বিজেপির। দলের একাংশ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন। এদিকে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়েও ক্রমশ আশঙ্কা বাড়ছে বিজেপির।

তবে, ইয়েদুরাপ্পাকে পদত্যাগ করালে তাঁর স্থলে কাকে নতুন মুখ্যমন্ত্রী করা হবে? সে বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিজেপি। লিঙ্গায়েত সম্প্রদায়ের কাউকে মুখ্যমন্ত্রী করা হবে? নাকি লিঙ্গায়েত বিরোধী ভোক্কালিগা সম্প্রদায়ের কাউকে মুখ্যমন্ত্রী করা হবে? এটা নিয়ে টানাপোড়েন চলছে বিজেপির মধ্যে। তবে, দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বের। আর দল এ ধরনের কোনো সিদ্ধান্ত নিলেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বি এস ইয়েদুরাপ্পা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!