এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দলের নীতি, আদর্শকে লংঘন করলে দল কখনই ছেড়ে দেবে না, দলত্যাগী বিধায়ককে কঠোর হুঁশিয়ারি দিলীপের

দলের নীতি, আদর্শকে লংঘন করলে দল কখনই ছেড়ে দেবে না, দলত্যাগী বিধায়ককে কঠোর হুঁশিয়ারি দিলীপের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে ভাঙ্গন অব্যাহত গেরুয়া শিবিরে। বিজেপির একের পর এক বিধায়ক দল ছাড়তে শুরু করেছেন। গতকাল দল ছেড়েছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। অনেকেই মনে করছেন, তাঁর তৃণমূলে যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবার দলত্যাগী বিধায়ককে কঠোর হুঁশিয়ারি দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। যেখানে তিনি জানালেন যে, দলের নীতি, আদর্শকে লংঘন করলে দল কখনোই ছেড়ে দেবে না।

ইতিপূর্বে, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে একাধিক বিষেদাগার করেছিলেন। তিনি জানিয়েছিলেন, দলের সমস্ত কর্মসূচি থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। যারা দল ছেড়ে গেছেন তাঁদেরকে সমর্থন করেছিলেন তিনি। তিনি জানিয়েছিলেন, গুরুতর সমস্যার কারণেই তাঁরা দল ছেড়েছেন। তিনিও তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ এর বিষয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন। এরপর গতকাল বিজেপি ছেড়ে দিয়েছেন তিনি। যে কোন সময় তিনি তৃণমূলে যোগদান করতে পারেন, এমন একটা জল্পনা তীব্র হয়ে উঠেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই পরিস্থিতিতে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, বিজেপি ক্ষমতায় আসবে এই আশায় অনেক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিয়েছিলেন। নির্বাচনে পরাজয়ের পর বিজেপি ক্ষমতায় না আসাতে সমস্যায় পড়েছেন অনেকেই। যারা দলের নীতি ও আদর্শের বিরুদ্ধে কথা বলছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি জানিয়েছেন, এই সমস্ত লোকদের কখনোই ছেড়ে দেওয়া হবে না। আবার, অন্যদিকে গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, যে সমস্ত বিধায়কেরা দল দল ছাড়ছেন, তাঁরা যেন এটা না ভাবেন যে, তাঁরা হাত গুটিয়ে বসে আছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!