এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দলের প্রতি বিদায়বার্তার পর এবার গণমাধ্যমে বিশেষ বক্তব্য তথাগত রায়ের, শোরগোল রাজ্য রাজনীতিতে

দলের প্রতি বিদায়বার্তার পর এবার গণমাধ্যমে বিশেষ বক্তব্য তথাগত রায়ের, শোরগোল রাজ্য রাজনীতিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – টুইট করে দলত্যাগের বার্তা দিয়েছেন তথাগত রায়। টুইট করে তিনি জানিয়েছেন যে, কারো কাছে বাহবা পাবার জন্য এই সমস্ত তিনি করছেন না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী, কাঞ্চনে গা ভাসিয়ে দিয়েছিলেন, তার সম্পর্কে সজাগ করার জন্যই তিনি এটা করেছিলেন। এবার ফলেন পরিচিয়তে। পুরভোটের জন্য তিনি প্রতীক্ষা করবেন। ‘আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি’।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তথাগত রায়ের এই টুইট একেবারে ঝড় তুলে দেয় রাজ্য রাজনীতিতে। প্রশ্ন উঠেছে, এবার কি তিনি দল ত্যাগ করতে চলেছেন? এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে বিশেষ বক্তব্য রেখেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। ‘আপাতত বিদায় রাজ্য বিজেপি’ – তাঁর এই বক্তব্য প্রসঙ্গে তিনি জানালেন, তিনি যা বলেছেন তার অতিরিক্ত আর কিছু বলার নেই।

বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি – তিনি বলেছেন, কিন্তু তার মধ্যে আপাতত কথাটি বলা হয়েছে। তাই সম্পূর্ণ বাক্যটি পড়তে হবে। ‘আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি’ এই কথাটি তিনি লিখেছেন। এর বাইরে আর কিছু বলার নেই তাঁর। ফের তাঁকে প্রশ্ন করা হয়েছিল, দলের বিরুদ্ধে তিনি বারবার নানা বক্তব্য রেখেছেন, দলের কোনো নেতৃত্ব কি তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন? এর উত্তরে তথাগত রায় জানিয়েছেন যে, টুইটারে তিনি যা লিখেছেন, তার বাইরে তাঁর আর কিছু বলার নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!