এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > দলের প্রতি ক্ষোভ দূর করে আবার সক্রিয় ভূমিকায় হেভিওয়েট সাংসদ, স্বস্তির হাওয়া গেরুয়া শিবিরে

দলের প্রতি ক্ষোভ দূর করে আবার সক্রিয় ভূমিকায় হেভিওয়েট সাংসদ, স্বস্তির হাওয়া গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগে দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সোশ্যাল মিডিয়ায় দলের একাংশের প্রতি একাধিক বিস্ফোরক বক্তব্য রেখেছিলেন তিনি। এমনকি দলের যুব মোর্চার রাজ্য সভাপতির পদ পর্যন্ত ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত তাঁর এই সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। তবে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তাঁর থামেনি। কিন্তু শেষ পর্যন্ত দলের প্রতি ক্ষোভ দূর হয়ে, দলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা গেল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে।

গত রবিবার বিষ্ণুপুরের কিছু এলাকায় বেশকিছু জনসভায় অংশ গ্রহণ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের একটি বেসরকারি লজে দলের সাংগঠনিক সভায় যোগদান করেছিলেন তিনি। যেখান থেকে তিনি জানালেন যে, একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে বিষ্ণুপুরে ৫-১ করেছেন তিনি। এবারে পঞ্চায়েত ভোটে তৃণমূলকে শূণ্য করতে চান তিনি। আবার, দলের যুবমোর্চার সভাপতির পদ প্রসঙ্গে তিনি জানালেন যে, বয়স পেরিয়ে গেলে এমনিতেই যুব মোর্চার পদ ছেড়ে দিতে হয়। এটা নতুন কোন ব্যাপার নয়। তিনি কি সারা জীবন ধরে যুব মোর্চাই করবেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে তিনি জানালেন, শুভেন্দু অধিকারীর ওপরে তাঁর কোনো রাগ নেই। রাজনীতিতে মান- অভিমান চলে, আবার কূটনীতিও চলে। সেদিন রাতেই সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছেন যে, পথচলা শুরু হলো। মিশন ২০২৪। বিষ্ণুপুর লোকসভার লড়াই সেদিন থেকে শুরু করলেন তিনি।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে একের পর এক বেসুরো বক্তব্য রাখতে দেখা গিয়েছিল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে। দলের একাংশের প্রতি কটাক্ষ করেছিলেন তিনি জল ও দুধের বন্ধুত্বের কথা বলে। সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল তাঁকে। তবে, ক্ষোভ প্রকাশ করেও দল ছাড়ার কথা বলেননি তিনি। এবার দলের প্রতি ক্ষোভ দূর করে, দলে সক্রিয় হতে দেখা যাচ্ছে তাঁকে। যার ফলে স্বস্তির হাওয়া গেরুয়া শিবিরে।

তবে, এ প্রসঙ্গে বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা জানিয়েছেন যে, সৌমিত্র খাঁ অনেক কথাই বলেন, তাঁর নিজের দল তাঁকে পছন্দ করে না বা গুরুত্ব দেয় না। তাই অন্যান্য দলে তাঁর কথায় কোন কিছু এসে যায় না। তিনি এমন ভাব-ভঙি করেন যেন সকালবেলা তিনি দল ছেড়ে দিচ্ছেন, আবার বিকালবেলা তিনি জানান যে, তিনি সেই দলে রয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!