এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলের পূর্বসূরিদের আশীর্বাদ ও পরামর্শেই আগামী দিনের পথ চলবার বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

দলের পূর্বসূরিদের আশীর্বাদ ও পরামর্শেই আগামী দিনের পথ চলবার বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যর গন্ডি ছেড়ে এবার জাতীয় স্তরে দলকে এগিয়ে নিয়ে যাবার গুরুদায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে। দায়িত্ব নেওয়ার পরই দলের প্রবীণ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন ও তাঁদের শ্রদ্ধা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, সুব্রত মুখোপাধ্যায় প্রমুখদের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। তাঁকে দেখে গতকাল আবেগে আপ্লুত হলেন সুব্রত বক্সী। তিনি জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ তাঁর সঙ্গে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি সমস্ত কিছু উজার করে দেবেন।

এরপর গতকাল রাতে সোশ্যাল মিডিয়াতে এক বিশেষ বার্তা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি জানালেন, রাজ্যের মানুষ আরো একবার তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রেখেছেন। মানুষের ভালোবাসা ও ভরসার মর্যাদা দিতে তাঁরা বদ্ধপরিকর। মানুষের স্বার্থ, অধিকার, নিরাপত্তা সুনিশ্চিত করতে, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে তৃণমূল কংগ্রেসের সংগ্রাম চলবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল ভবনে বিশেষ অধিবেশনে দলের পক্ষ থেকে তাঁকে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি। দলের বর্ষীয়ান নেতা-নেত্রীদের আশীর্বাদ, পরামর্শ তাঁকে নতুন যাত্রা পথে অগ্রসর হতে উদ্বুদ্ধ করবে। দলের তিন অভিজ্ঞ নেতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সরিক সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় প্রমুখের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। তাঁদের সুচিন্তিত পরামর্শ আগামী দিনে তাঁকে লড়াইয়ের পথ দেখাবে।

এভাবেই জাতীয় স্তরের দায়িত্ব লাভের পর দলের বর্ষিয়ান নেতাদের সম্মান জানালেন, তাঁদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্বসূরিদের পরামর্শে তিনি চলবেন বলে জানালেন, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের দাবি। বারবার বিরোধী পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাম্ভিক, কিছুটা রগচটা বলে একাধিক অভিযোগ করা হয়েছিল। কিন্তু জাতীয় স্তরের দায়িত্ব গ্রহণের পর দলের অভিজ্ঞ মানুষদের পরামর্শকে পাথেয় করে সামনে এগিয়ে যাবার যে ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই ওয়াকিবহাল মহলের দাবি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!