এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলের রাজ্য দপ্তরে এবার পাকাপাকি আসন পেতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

দলের রাজ্য দপ্তরে এবার পাকাপাকি আসন পেতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী। অল্পসময়ের মধ্যেই নিজের উল্লেখযোগ্য স্থান করতে পেরেছেন তিনি। দক্ষ সংগঠক হিসেবে, জননেতা হিসেবে যথেষ্ট খ্যাতি রয়েছে তাঁর সেই সঙ্গে তিনি স্ট্রিট ফাইটার। আবার মুখ্যমন্ত্রীকে হারিয়ে তিনি জায়েন্ট কিলারের অভিধা পেয়েছেন। আর এবার বিজেপির রাজ্য দপ্তরে পাকাপাকি ঘর দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীকে। সাধারণত রাজ্য বিজেপির শীর্ষ পদাধিকারীর জন্য এই ধরনের ঘর বরাদ্দ করা হয়ে থাকে।

বিধানসভা নির্বাচনের পর ধীরে ধীরে হেস্টিংসের দপ্তর খালি করে ফেলছে রাজ্য বিজেপি। পরিবর্তে মুরলীধর সেন লেনের রাজ্য দপ্তরকে নতুন ভাবে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। আর এই দপ্তরেই বিশেষ ঘর দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীকে। এই বিল্ডিং এর দোতালায় ডানদিকের সারিতে তিনটি বড় মাপের ঘর রয়েছে। তার তিন নম্বর ঘরটি শুভেন্দু অধিকারীকে দেয়া হল। বাকি দুটি ঘরের মধ্যে একটিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, অন্যটিতে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একসময় এই ধরনের একটি ঘর দেওয়া হয়েছিল মুকুল রায়কে। তবে, অল্পসময় পরেই হেস্টিংসে ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। এই ঘর গুলি বিশেষ ব্যক্তিদেরই দেয়া হয়ে থাকে। ইতিপূর্বে বিষ্ণুকান্ত শাস্ত্রী, অমল চট্টোপাধ্যায়ের মতো নেতারা এই সমস্ত ঘরে ছিলেন। জানা যাচ্ছে, মুরলীধর সেন লেনের রাজ্য দপ্তরকে একেবারে খোলনলচে বদলে ফেলছে বিজেপি। নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে।

আর যতটা সম্ভব সংবাদমাধ্যমকে এড়িয়ে দলের কাজ করতে চাইছে বিজেপি। সম্পূর্ণ বাড়িটি সিসিটিভির নিরাপত্তায় মুড়ে দেয়া হয়েছে। একদম সামনেই গেট বসানো হয়েছে। যেখানে নিরাপত্তাকর্মীরা থাকবেন। বিশেষ অনুমতি ছাড়া এখানে প্রবেশ করতে দেয়া হবে না। শুভেন্দু অধিকারীর জন্য বিশেষ রকম ঘরের বন্দোবস্ত করা হয়েছে। ঘরের সঙ্গে বাথরুম, বিশ্রাম কক্ষ, সিক্রেট চেম্বার সমস্ত কিছু থাকবে। এভাবেই, এবার রাজকীয় ঘর পেতে চলেছেন শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য দপ্তরে। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের দাবি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!