এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলের সংগঠন মজবুত, উপ-নির্বাচন, পুর নির্বাচনের প্রস্তুতি গুরুত্বপূর্ণ বৈঠক আগামী কাল

দলের সংগঠন মজবুত, উপ-নির্বাচন, পুর নির্বাচনের প্রস্তুতি গুরুত্বপূর্ণ বৈঠক আগামী কাল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব ফল লাভের পর আগামীকাল দলের দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদান করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের কোর কমিটির সকল সদস্য, দলের সাংসদ, বিধায়ক, মন্ত্রী, পুরসভার প্রশাসক সহ একাধিক পদাধিকারীকে বৈঠকে উপস্থিত থাকবার নির্দেশ দেয়া হয়েছে।

আগামীকাল দুপুর দুটো থেকে এই বৈঠক দুটি শুরু হতে চলেছে তৃণমূল ভবনে। প্রথমে দলের কোর কমিটির সঙ্গে বৈঠক হতে চলেছে। এরপর দ্বিতীয় বৈঠক হতে চলেছে দলের বিধায়ক, সাংসদ, জেলা সভাপতি ও অন্যান্য পদাধিকারীদের সঙ্গে। বিধানসভা নির্বাচনের পর আগামীকাল গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে তৃণমূলের। অনেকে মনে করছেন, দলের সাংগঠনিক ভিত্তিকে মজবুত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। আগামী উপ নির্বাচন, পুর নির্বাচন সমস্ত কিছুর ব্লু প্রিন্ট তৈরি হতে পারে আগামীকালের বৈঠকে।

আগামীকালের বৈঠকে উপস্থিত থাকতে পারেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। প্রসঙ্গত, তাঁর সঙ্গে তৃণমূলের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু তাঁকে এখনো রেখে দিতে ইচ্ছুক একাধিক তৃণমূল নেতৃত্ব। তাই এ বিষয়ে আলোচনা চলতে পারে আগামীকালের বৈঠকে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এছাড়া সম্প্রতি এক ব্যক্তি এক পদ বিধি চালু করার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল। এই নিয়ম যদি চালু হয় তবে বেশ কিছু হেভিওয়েট মন্ত্রীর জেলা সভাপতির পদ ছেড়ে দিতে হতে পারে। সে চলে আসতে পারেন অন্যান্য হেভিওয়েটরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, বেশকিছু শাখা সংগঠনের শীর্ষ পদে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আবার দলের পরিচালনার ক্ষেত্রে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এদিকে রাজ্যের ৬ টি বিধানসভা কেন্দ্রে রয়েছে উপ নির্বাচন। এই কেন্দ্রগুলোতে প্রার্থী ঘোষণার সম্ভাবনা রয়েছে আগামীকালের বৈঠকে। উপনির্বাচন ছাড়াও রাজ্যে রয়েছে পৌরসভার নির্বাচন। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটলে কলকাতা সহ ১১০ টি পুরসভার নির্বাচনের সম্ভাবনা রয়েছে। তাই সে বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা হতে পারে আগামীকালের বৈঠকে।

আবার বিজেপিতে চলে যাওয়া যেসব নেতা-নেত্রী এবার তৃণমূলে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন, তাঁদের ফেরানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অন্যদিকে, বিধানসভা নির্বাচনে যাদের বিরুদ্ধে দল বিরোধী কাজ কর্মের অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হতে পারে আগামীকালের বৈঠকে। সবকিছু নিয়েই আগামীকালের এই দুই বৈঠক হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!