এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > দলেরই সাংসদকে মানতে পারছেন না জেলা সভাপতি! বিস্ফোরক অডিও টেপ বাইরে আসতেই উত্তাল গেরুয়া শিবির

দলেরই সাংসদকে মানতে পারছেন না জেলা সভাপতি! বিস্ফোরক অডিও টেপ বাইরে আসতেই উত্তাল গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের আগে যখন বিজেপি ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলের অস্বস্তি বাড়াতে উদ্যোগী, ঠিক তখনই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এল। এবার সাংসদের বিরুদ্ধে জেলা সভাপতির মন্তব্য অস্বস্তিতে ফেলে দিল ভারতীয় জনতা পার্টিকে। জানা গেছে, সম্প্রতি বাঁকুড়ার দুই বিজেপি নেতার একটি অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দুই ব্যক্তির কথোপকথন শোনা যাচ্ছে‌। যার মধ্যে রয়েছেন বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিবেকানন্দ পাত্র এবং ছাতনা মণ্ডল ৩ এর বিজেপি সভাপতি সিদ্ধেশ্বর কুন্ডূূু।

আর এই অডিওতেই শোনা যাচ্ছে যে, জেলা বিজেপির সভাপতি বিবেকানন্দ পাত্র বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সহ একাধিক নেতার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। এমনকি তার কথা না শুনলে 15 দিনের মধ্যে সিদ্ধেশ্বরবাবুকে তিনি পদ থেকে সরিয়ে দেবেন বলেও হুঁশিয়ারি দিচ্ছেন। আর এই অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এখন তীব্র গুঞ্জন তৈরি হয়েছে।

অডিওতে বিবেকানন্দ পাত্র আরেক বিজেপি নেতার সিদ্ধেশ্বর কুন্ডূূুুকে বলেন, “আমাকে না জানিয়ে কেন আপনি ওদের সঙ্গে বলেছেন? তাহলে ওদের সঙ্গেই কাজ করুন। একটা কথা জেনে নিন, সৌগত পাত্রকে বাঁকুড়া জেলায় কোনো কাজ করতে দেব না। আপনি যাকে খুশি বলুন। সৌমিত্র খাঁ আমার অনুমতি নিয়ে ওকে রাজ্য যুব সহ-সভাপতি করেনি। সৌমিত্র খাঁ রাজ্যের নেতা হতে পারে। সাংসদ হতে পারেন। কিন্তু আমি ওর চামচা নই। সৌমিত্র খাঁ বাঁকুড়া সাংগঠনিক জেলার কেউ নয়। ওরা এখনও তৃণমূলের গন্ধ যায়নি। ওরা এসে আমার জেলায় অস্থিরতা সৃষ্টি করবে, আমি মেনে নেব না। আমি যাকে বলব, তাকেই আপনি জেনারেল সেক্রেটারি করবেন। তা না হলে 30 তারিখের মধ্যে পদত্যাগপত্র জমা দেবেন। আপনারা দলটাকে কি ভেবেছেন! সৌগত পাত্র, পার্থ কুন্ডু যাচ্ছে দলের পতাকা ধরাতে। আপনারা ওদের বড় নেতা ভাবতে পারেন। কিন্তু আমি আমার লোমের যোগ্য বলে ওদের মনে করি না। যারা বদমাইশি করছে, তাদের লাথি মেরে তাড়িয়ে দিয়েছি। আপনার মন্ডলে কে যাবে, তা আমি ঠিক করে দেব। এটা নিয়ে আপনি যাকে ইচ্ছে বলতে পারেন। কেউ আমার কিছু করতে পারবে না।”

আর জেলা বিজেপির সভাপতি যেভাবে সাংসদের নাম উচ্চারণ করে তাকে গুরুত্ব না দেওয়ার কথা জানিয়ে দিলেন, তাতে সেই অডিও এখন ভাইরাল হয়ে যাওয়া নিয়ে বিজেপির অন্দরে তৈরি হয়েছে অস্বস্তি। তাহলে কি বাঁকুড়া জেলার বিজেপি সভাপতির সঙ্গে সৌমিত্র খার চরম বিবাদ রয়েছে? আর তাই অডিওতে আর এক নেতার সঙ্গে কথা বলতে গিয়ে সেই বার্তাই দিলেন বিজেপির বিবেকানন্দ পাত্র?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, বিধানসভা নির্বাচনের আগে যদি এইভাবে বিজেপির নেতা এবং জনপ্রতিনিধিদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হতে শুরু করে, তাহলে বিজেপি কিভাবে শৃঙ্খলা পরায়ন দল হিসেবে ঐক্যবদ্ধভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে! নিজেদের মধ্যে দ্বন্দ্ব যদি এইভাবে শীর্ষস্তরের বাসা বেধে যায়, তাহলে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা অপেক্ষা নিজেদের লড়াই সামলে উঠতে গিয়ে সব থেকে বেশি সমস্যায় পড়তে হবে ভারতীয় জনতা পার্টিকে বলে দাবি করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

তবে তার বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করা নিয়ে কী বলবেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ? এদিন তিনি বলেন, “একটি অডিও শুনেছি। বিবেকানন্দবাবু একজন সিনিয়র লিডার। রাজনীতিতে আমার চেয়ে অনেক অভিজ্ঞ। তার এই ধরনের কথাবার্তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

তবে এই অডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হলেও এর সত্যতা যাচাই করে দেখিনি প্রিয় বন্ধু মিডিয়া। কিন্তু ভাইরাল হওয়া এই অডিও নিয়ে বিজেপির অন্দরে এখন যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, এই ব্যাপারে বিজেপির রাজ্য নেতৃত্ব কোনোরূপ হস্তক্ষেপ করে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!