এখন পড়ছেন
হোম > জাতীয় > দলের শীর্ষ নেতৃত্বের গুডবুকে থাকতে বিশেষ পদক্ষেপ বিজেপির রাজ্য নেতৃত্বের

দলের শীর্ষ নেতৃত্বের গুডবুকে থাকতে বিশেষ পদক্ষেপ বিজেপির রাজ্য নেতৃত্বের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের পর টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্য বিজেপিতে। দলের তীব্র ভাঙ্গনে জেরবার রাজ্য বিজেপি। এই পরিস্থিতিতে দলের শীর্ষ নেতৃত্বকে সন্তুষ্ট রাখতে বিশেষ পদক্ষেপ নিতে দেখা গেল বিজেপির রাজ্য নেতাদের। গতকাল মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে ভ্যাক্সিনেশন নিয়ে যেমন মানুষকে উৎসাহ দিয়েছেন তিনি, তেমনি গুজবে কান না দেয়ার কথা বলেছেন তিনি।

সকলকে অনুরোধ করেছেন তিনি, বিজ্ঞানকে বিশ্বাস করতে। গতকাল প্রধানমন্ত্রীর রেডিওতে সম্প্রচারিত এই অনুষ্ঠানকে বড় পর্দায় শুনলেন রাজ্য বিজেপি নেতৃত্ব, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশগ্রহণের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতে। যা দেখে অনেকেই মনে করছেন যে, দলের শীর্ষ নেতৃত্বের গুডবুকে থাকতেই এমন পদক্ষেপ নিয়েছেন দলের রাজ্য নেতৃত্ব।

গতকাল রেডিওতে সম্প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছে যে, ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন তিনি। তাঁর মায়ের বয়স প্রায় ১০০ বছর হলেও দুটি ডোজ তিনি নিয়েছেন। তাই ভ্যাকসিন নিয়ে গুজবে কান না দিতে ও সকলকে ভ্যাকসিন নিতে। ভ্যাকসিন একমাত্র মারণ রোগের হাত থেকে রক্ষা করতে পারে। আবার, এই অনুষ্ঠানে প্রয়াত ক্রীড়াবিদ মিলখা সিংকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান বড় পর্দায় দেখলেন একাধিক বিজেপি নেতৃত্ব। প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান দেখলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ প্রমুখরা। যার ছবি পাঠানো হল ফেসবুক, হোয়াটসঅ্যাপে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে একক ভাবে, আবার অনেকে সম্মিলিতভাবে অনুষ্ঠান দেখলেন। যেমন গোবিন্দপুর বুথে বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিজেপির বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ অনেকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বড় পর্দায় দেখেছেন। আর তার ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। যে দেখে অনেকে মনে করছেন যে, দলের কেন্দ্রীয় নেতৃত্বকে সন্তুষ্ট রাখতে এই পদক্ষেপ নিয়েছেন রাজ্য নেতৃত্ব। রাজ্যস্তরে বিজেপির মধ্যে এখন যথেষ্ট টানাপোড়েন চলছে। দলের মধ্যে ভেদাভেদ রয়েছে। বহু নেতার বক্তব্য ফুটে উঠেছে অসহিষ্ণুতা।

এই অবস্থায় প্রধানমন্ত্রী বা দলের শীর্ষ নেতৃত্বের ক্রোধে কেউ পড়তে চান না। এ কারণেই প্রধানমন্ত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে দলের শীর্ষ নেতৃত্বকে সন্তুষ্ট করলেন অনেকে। আবার, অনেকে মনে করছেন যে, এর দ্বারা দলে বড় স্থান পাওয়া যেতে পারে। আবার, অনেকে বলছেন যে, প্রধানমন্ত্রীর অনুষ্ঠান তাঁরা কতটা শ্রদ্ধার সঙ্গে দেখছেন, বা শুনছেন, আলাদা করে তার ওপর রিপোর্ট তৈরি করা হতে পারে। এ কারণে প্রধানমন্ত্রীর বক্তব্য মন দিয়ে শুনেছেন তাঁরা। তবে এরমধ্যে দলের প্রতি আনুগত্য প্রকাশ করার চেষ্টা যে রয়েছে, তা অস্বীকার করার কোনো উপায় নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!