এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলের সঙ্গে বেড়েছে দূরত্ব, মেদিনীপুরে শুভেন্দুর ছবি লাগানো ও দলের নেতা-নেত্রীদের দেখা করা নিয়ে শুরু জল্পনা!

দলের সঙ্গে বেড়েছে দূরত্ব, মেদিনীপুরে শুভেন্দুর ছবি লাগানো ও দলের নেতা-নেত্রীদের দেখা করা নিয়ে শুরু জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের দূরত্ব ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে। দল কিংবা সরকারের সঙ্গে তেমন কোনো যোগাযোগ করতে দেখা যায়নি তাকে। যার ফলে সেই শুভেন্দু অধিকারী কি করবেন, তা নিয়ে যখন জল্পনা অব্যাহত, ঠিক তখনই সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন তৃনমূলের খেতমজুর সেলের সভাপতি দুলাল মন্ডল এবং তার স্ত্রী তথা জেলা পরিষদের সদস্য কাবেরী চট্টোপাধ্যায়।

জানা গেছে, একসময় দুলালবাবু এবং তার স্ত্রী কাবেরীদেবী প্রথম সারিতে নেতৃত্ব দিলেও এখন তারা আর সেরকম জায়গায় নেই। স্বভাবতই এখন সেই তারাই শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, তাহলে কি শুভেন্দু অধিকারী বিদ্রোহী নেতা কর্মীদের নিয়ে নতুন করে টিম তৈরি করতে শুরু করেছেন? তাই দুলালবাবুর মত বসে পড়া নেতৃত্বরা এখন শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে উদ্যোগী হয়েছেন!

জানা গেছে, রবিবার লালগড়ের নেতাইয়ে একটি সামাজিক কর্মসূচিতে যোগ দিতে যান শুভেন্দু অধিকারী। যেখানে তাকে স্বাগত জানাতে প্রচুর অনুগামীরা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকেন। অনেকেই শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন। আর তারপরেই শুভেন্দুবাবুর গাড়ির সঙ্গে বাইক রালি করে নেতাই পর্যন্ত তাকে এগিয়ে নিয়ে যান তার অনুগামীরা। অনেকে বলতে শুরু করেছেন, শুভেন্দুবাবু এইরকম সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে দলের সঙ্গে দূরত্ব বাড়ানোর জন্য উদ্যোগী হয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই তিনি এই সমস্ত কর্মসূচির মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের কোনো প্রতীক না রেখে প্রমাণ করে দিতে চাইছেন, তার সঙ্গে শত শত কর্মীসমর্থকরা রয়েছে। কিন্তু দলের সঙ্গে দূরত্ব যখন শুভেন্দু অধিকারীর তৈরি হয়েছে, তখন দলের অনেক বসে পড়া কর্মী যেভাবে শুভেন্দুবাবুর সঙ্গে দেখা করতে শুরু করেছেন, তাতে তৃণমূলের অস্বস্তি ক্রমশ বাড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

কি কথা হল শুভেন্দুবাবুর সঙ্গে? এদিন এই প্রসঙ্গে সেই দুলাল মন্ডল বলেন, “দাদা পঞ্চমীর দিন গোয়ালতোড়ের গাঙদুয়ারিতে আমাদের আশ্রমে আসবে বলেছেন।” স্বাভাবিক ভাবেই দুলালবাবু এইরকম মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন যে, তিনি শুভেন্দুবাবুর অনুগামী। কিছু যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে শেষ কথা বলেন, সেখানে অনেক কর্মী সমর্থক মূলত বসে পড়া তৃণমূলের কর্মীরা যেভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন, তাতে আগামী দিন এই ঘটনা প্রবাহ আরও বেশি করে চলবে বলে মনে করা হচ্ছে।

আর যদি এই রকম চলতে থাকে, তাহলে বিধানসভা নির্বাচনে অনেকটাই সমীকরণ বদলে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর পৃথক পথ চলা, তার নাম করে পোস্টার এবং তার সঙ্গে দলের অনেক নেতা-কর্মী পৃথকভাবে দেখা করা বঙ্গ রাজনীতিতে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক গতিপথকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!