এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দলের উর্ধ্বে কেউ নন! বিধায়কদের বার্তা দিতে গিয়ে কি শুভেন্দুকে নীতিশিক্ষা দিলীপের? বাড়ছে জল্পনা!

দলের উর্ধ্বে কেউ নন! বিধায়কদের বার্তা দিতে গিয়ে কি শুভেন্দুকে নীতিশিক্ষা দিলীপের? বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   বঙ্গ বিজেপিতে এখন কান পাতলেই শোনা যাচ্ছে, দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর দ্বন্দ্ব। এক্ষেত্রে এই দুই নেতার গোষ্ঠী কার্যত আড়াআড়ি ভাবে বিভক্ত হয়ে গিয়েছে বলেই দাবি করছে সমালোচক মহল। যদিও বা দিলীপবাবু বা শুভেন্দুবাবুর পক্ষ থেকে এই রকম কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে বিজেপিকে আরও বেশি করে গ্রহণযোগ্য জায়গায় নিয়ে যেতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতোই সমমর্যাদা পাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে খবর। আর এই পরিস্থিতিতে নিজের মতো করে বিধায়কদের নিয়ে রাজভবন থেকে শুরু করে পৃথকভাবে কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে দিল্লি চলে যাওয়া, শুভেন্দু অধিকারীর একের পর এক পদক্ষেপ সম্পর্কে কিছুই জানতে পারছিলেন না বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

যার ফলে তাদের দু’জনের মধ্যে দূরত্ব আরও তীব্র হচ্ছে বলেই মনে করা হয়েছিল। কিন্তু এবার বিধায়কদের নিয়ে প্রশিক্ষণ শিবিরে শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে দলের প্রতি সকলকে দায়বদ্ধ থাকার বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এক্ষেত্রে দলের উর্ধ্বে কেউ নয় বলে জানিয়ে দিলেন তিনি। স্বাভাবিক ভাবেই দিলীপ ঘোষ যখন এই বক্তব্য রাখছেন, তখন শুভেন্দু অধিকারী সেখানে থাকায় তিনি বিধায়কদের বার্তা দিতে গিয়ে পরোক্ষে শুভেন্দু অধিকারীকেই দলীয় আনুগত্যের পাঠ দেওয়ার চেষ্টা করলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, আগামী দিনে বিধানসভায় কিভাবে বিধায়কদের চলতে হবে, তা নিয়ে বিজেপির পক্ষ থেকে রাজ্য দপ্তরে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। যেখানে রাজ্য নেতৃত্বের পাশাপাশি দলীয় বিধায়করা উপস্থিত ছিলেন। আর সেখানেই বিধায়কদের বার্তা দিতে গিয়ে দলীয় শৃঙ্খলার কথা তুলে ধরেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “সংগঠনকে নিয়েই চলতে হবে। বিধায়ক হয় কেউ যেন ভেবে না নেন, তিনি অনেক কিছু হয়ে গিয়েছেন। দল বিধায়ক তৈরি করেছে। ফলে একা একা নিজের মনে হলেই কোনো জায়গায় চলে যাওয়া ঠিক নয়। দলকে জানিয়ে যেতে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর দিলীপ ঘোষের এই বক্তব্য যে কার্যত শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করেই, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। কেননা কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী দিল্লি সফর করেছেন। পরবর্তীতে রাজভবনে গিয়েছেন দলীয় বিধায়কদের নিয়ে। কিন্তু এই ব্যাপারে দিলীপ ঘোষ কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে তাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল বলেই মনে করা হয়েছে। আর এই পরিস্থিতিতে দলীয় বিধায়কদের সামনে পেয়ে দলকে না জানিয়ে কারও কোথাও একাই চলে যাওয়া ঠিক নয় বলে পরোক্ষে শুভেন্দু অধিকারীকেই বার্তা দিলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

একাংশ বলছেন, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে যে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে, তা এই মন্তব্যের মধ্যে দিয়েই পরিষ্কার। বেশ কিছুদিন ধরেই জল্পনা তৈরি হয়েছে, পরিষদীয় রাজনীতিতে শুভেন্দু অধিকারী মুখ থাকলেও রাজ্যের সংগঠনে গুরুত্বপূর্ণ জায়গা তাকে দেওয়া হতে পারে। সেদিক থেকে দিলীপ ঘোষকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়ার জোরালো জল্পনা সৃষ্টি হয়েছিল। যদিও বা এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

তবে তার মাঝেই বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে দিলীপ ঘোষের এই রকম মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতবাহী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিজেপির রাজ্য সভাপতির এই বার্তা যে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে, তা বলাই যায়‌। তবে শুভেন্দু অধিকারীর মত দলকে না জানিয়ে যাতে কেউ কোনো সিদ্ধান্ত না নেন, তার জন্য আগাম সতর্কবাণী দিতে দেখা গেল রাজ্য বিজেপির সর্বোচ্চ সেনাপতিকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!