এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগের পর এবার দিলীপ ঘোষের বিরুদ্ধে কঠোর বাক্যবাণ বিজেপি বিধায়কের

দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগের পর এবার দিলীপ ঘোষের বিরুদ্ধে কঠোর বাক্যবাণ বিজেপি বিধায়কের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একবার বলেছিলেন, গরুর দুধে পাওয়া যায় সোনা। তাঁর এই বক্তব্যকে ঘিরে তাঁকে একের পর এক কটাক্ষ করেছিলেন বিরোধীরা। কিন্তু এবার দলের বিধায়কই এ বিষয়ে কটাক্ষ করলেন দিলীপ ঘোষকে। নিজের সংসদীয় এলাকার এক বিধায়কের কাছেই কটাক্ষের সম্মুখীন হতে হলো দিলীপ ঘোষকে।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে এসেছেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এদিকে এই এলাকারই সাংসদ হলেন দিলীপ ঘোষ। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে বিষেদাগার করেছিলেন তিনি। সম্প্রতি গরুর দুধের সোনা প্রসঙ্গে ফের দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় জানালেন, গরুর দুধে সোনা আছে কিনা? তা নিয়ে গবেষণা করার আগে যুব সমাজের উন্নয়ন কি করে হবে? তারা কি করে কাজ পাবেন? সেটা নিয়ে গবেষণা করা তাঁর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

আবার, ইতিপূর্বে তিনি জানিয়েছেন, দল তাঁকে সংগঠনের কোন কাজে ব্যবহার করে না। বঙ্গ বিজেপির বড় বড় নেতারা মনে করেন, দলে তাঁর কোন দরকার নেই। তাই নিজেকে তিনি সরিয়ে নিয়েছেন দল থেকে। তিনি অভিযোগ করেন, দিলীপ ঘোষ নিজের মতো করেই চালাচ্ছেন দলকে।

তবে, এ কথাও তিনি বলেছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার সঙ্গে দল ছাড়ার কোনো সম্পর্ক নেই। আর কারো সঙ্গে তার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। তিনি চেয়েছিলেন, এলাকায় কোনো কর্মসূচি হলে তাকে যেন আগে থেকে জানানো হয়। কিন্তু কোনদিন তাকে তা জানানো হয়নি। তবুও তিনি কারোর কাছে অভিযোগ করেননি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!