দলই নাটের গুরু, সিবিআইয়ের কাছে ভয়ঙ্কর বোমা ফাটালেন শাহজাহান! তৃণমূল রাজনীতি রাজ্য March 9, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এমনটা হওয়ারই ছিল। সবাই অপেক্ষায় ছিল যে, রাজ্য পুলিশের অধীন থেকে কবে কেন্দ্রীয় সংস্থার হাতে যায় শেখ শাহজাহান। কেন্দ্রীয় সংস্থা তাকে হেফাজতে নিলে এবং ঠিকমত টাইট দিলে অনেক কথাই বের হতে শুরু করবে। অবশেষে সেটাই হলো। এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, তাতে শেখ শাহজাহান সিবিআই হেফাজতে যাওয়ার পর অনেকটাই ভেঙ্গে পড়েছেন। শুধু কি তাই? যে আশঙ্কা করা হচ্ছিল, সিপিআইয়ের মুখোমুখি হয়ে সেই বিস্ফোরক কথাই বলে ফেলেছেন শেখ শাহজাহান। যার ফলে প্রবল চাপের মুখে পড়ে গিয়েছে এই রাজ্যের শাসক দল। কিন্তু কি এমন বলে ফেললেন সন্দেশখালীর এক বেতাজ বাদশা? বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, শাহজাহানকে গোটা ঘটনা নিয়ে জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বেশ কিছু ক্ষেত্রে তিনি অসহযোগিতা করছেন বলেও খবর। কিন্তু সিবিআই তো আর রাজ্য পুলিশ নয়। তারা ঠিক মত টাইট দিতে জানে। তাই তাদের টাইটে কার্যত কাবু হয়ে গিয়েছেন এক সময় কার বাঘ। তিনি এখন ভেজা বিড়াল হয়ে গিয়েছেন। শুধু তাই নয়, জেরায় নাকি শাহজাহান এটাও বলেছেন যে, তাকে তার দলের লোকেরাই ফাঁসিয়েছে। আর এখানেই একাংশ বলছেন, এবার তো ধীরে ধীরে শাহজাহান আসল নামগুলো বলতে শুরু করবেন। বলতে শুরু করবেন, তার অপকীর্তির কথা। পাশাপাশি তাকে এই অপকীর্তি করার জন্য যে বা যারা প্রশ্রয় দিয়েছিল, তাদের কথাও হয়ত নিজে বাঁচার জন্য ফাঁস করে দিতে পারেন এই শেখ শাহজাহান। আর তাতেই এখন থেকে প্রবল সংকট এবং আশঙ্কা গ্রাস করতে শুরু করেছে তৃণমূলের মধ্যে। পর্যবেক্ষকদের মতে, আর কিছুদিন অপেক্ষা করতে হবে আসল ক্লাইম্যাক্স দেখতে হলে। যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে শাহজাহান আর বেশিদিন এই সিবিআই হেফাজতে সব ট্রিটমেন্ট সহ্য করতে পারবেন না। তিনি এখন নিজে বাঁচার জন্য অনেক বড় বড় তথ্য এবং বড় বড় রাঘব বোয়ালদের নাম ফাঁস করে দেবেন। আর যাই হোক, এটা কেউ বিশ্বাস করে না যে, ওপরতলা থেকে শাহজাহানের মাথার উপর আশীর্বাদের হাত না থাকলে তিনি একাই এত বড় বড় ঘটনা ঘটাতে পারতেন। তাই মাথার উপর হাত থাকা ব্যক্তিরা কারা, সেই তথ্যও পেতে খুব একটা বেশি সময় লাগবে না কেন্দ্রীয় সংস্থার। আর তারপরেই প্রকৃত অর্থেই চোখে সর্ষে ফুল দেখবেন তৃণমূলের নেতারা। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -