এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দলের কাছে কি ক্রমশ মাথাব্যথার কারণ হয়ে উঠছেন বাবুল সুপ্রিয়? একাধিক পদক্ষেপে বাড়ছে জল্পনা

দলের কাছে কি ক্রমশ মাথাব্যথার কারণ হয়ে উঠছেন বাবুল সুপ্রিয়? একাধিক পদক্ষেপে বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলের কাছে ক্রমশ যেন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছেন বাবুল সুপ্রিয়। সাত বছর ধরে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয়। সম্প্রতি মন্ত্রিসভায় রদবদলের সময় তাঁকে পদত্যাগ করার নির্দেশ দেয়া হয় দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে। এই নির্দেশ তিনি মেনে নিতে বাধ্য হয়েছিলেন ঠিকই, কিন্তু দলের বিরুদ্ধে ক্ষুব্ধতাও তিনি গোপন করেননি। এরপর তাঁকে নিয়ে শুরু হয় নানা জল্পনা। তবে, কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে একেবারে গায়েব বাবুল সুপ্রিয়। যা দলকে যথেষ্ট ভাবাচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট সক্রিয় থাকতেন বাবুল সুপ্রিয়। ফেসবুক, টুইটারে বারবার নানা রকম পোস্ট দিতে দেখা যেত তাঁকে। তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক কটাক্ষ করতেন তিনি সোশ্যাল মিডিয়ার নানা প্লাটফর্মে। কিন্তু বেশ কিছুদিন ধরেই বেপাত্তা। গত ১১ ই জুলাই রাত এগারোটা বেজে ত্রিশ মিনিটে ফেসবুকে শেষবারের মতো পোস্ট করতে দেখা গিয়েছিল তাঁকে। এদিকে, কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে বাদ পড়ার পর বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন যে, তাঁর মনের কোণের বাইরে কাউকে তাঁর মনের হদিশ তো তিনি দেননি, যা তিনি দেবেনও না। তাহলে এটা নিয়ে এত কথা কেন হচ্ছে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার তাঁকে লিখতে দেখা গিয়েছিল যে, যেখানে ধোয়া দেখা যাচ্ছে, সেখানে কিছুটা আগুনতো থাকবেই। যারা তাঁকে ভালোবাসেন, সেই বন্ধু, মিডিয়ার ফোন ধরতে পারছেন না তিনি। মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করেছেন, তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছে। এভাবেই তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। তবে, পরে তিনি কিছুটা সুর নরম করে জানিয়েছিলেন যে, তাঁকে ইস্তফা দিতে বলা হয়েছিল, কথাটা হয়তো এভাবে ব্যবহার করা ঠিক হয়নি।

আবার বাবুল সুপ্রিয়কে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অপসারণের পর সমবেদনা জানাতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর পাল্টা হিসেবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন যে, বাবুল সুপ্রিয় মন্ত্রী থাকাকালীন মুখ্যমন্ত্রী তাঁকে অনেক গালমন্দ করেছেন। বাবুল সুপ্রিয় এখন হাফ ছেড়ে বেঁচেছেন। তাঁর এই বক্তব্যের জবাবে বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন যে, তিনি হাফ ছেড়ে বাঁচাতে দিলীপ ঘোষ আনন্দ পেয়েছেন, এতে তিনি আনন্দিত হয়েছেন।

এরপর তৃণমূল ও মুকুল রায়কে টুইটারে ফলো করতে শুরু করেন বাবুল সুপ্রিয়। এরপর তাকে নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে পারেন তিনি, এই জল্পনা ঘুরছে রাজ্যের রাজনীতি মহলে। এরপর গত ১১ জুলাই রাত এগারোটা বেজে ত্রিশ মিনিটে ফেসবুক পোস্ট করেছেন বাবুল সুপ্রিয়। যেখানে তিনি লিখেছেন যে, তাঁকে নিয়ে যে গুজব চলছে, সেখানে কান না দিতে। তাঁর কাজই তাঁর হয়ে কথা বলবে। এরপর থেকেই সোশ্যাল মিডিয়াতে অন্তর্ধান বাবুল সুপ্রিয়র। যা থেকে বাড়ছে দলের অস্বস্তি ও দুশ্চিন্তা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!