এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলীয় বিধায়কের নামে বিস্ফোরক অভিযোগে বারবার পোস্টার, ব্যাপক অস্বস্তিতে তৃণমূল!

দলীয় বিধায়কের নামে বিস্ফোরক অভিযোগে বারবার পোস্টার, ব্যাপক অস্বস্তিতে তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মাঝে তার বিজেপি যোগের জল্পনা তৈরি হলেও, তৃণমূল কংগ্রেসের প্রতি নিজের আনুগত্য প্রকাশ করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তবে তৃণমূল কংগ্রেস দলে তিনি সক্রিয় হওয়ার চেষ্টা করলেও, সেভাবে আগের মত গুরুত্ব পেতে দেখা যাচ্ছে না তাকে। আর এই পরিস্থিতিতে অতীতে কিছুদিন আগেই সেই জিতেন্দ্রবাবুর বিরুদ্ধে তাঁর বিধানসভা কেন্দ্রে নানা অভিযোগ তুলে বিভিন্ন জায়গায় পোস্টার পড়তে দেখা গেছে। আর এবার ফের “বালি চোর বিধায়ক, আর নেই দরকার” বলে পোস্টার পড়তে দেখা গেল পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। মাঝে মাঝেই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এই ধরনের পোস্টার কে বা কারা দিচ্ছে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

সূত্রের খবর, সোমবার সকালে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের দুর্গাপুর ফরিদপুর থানা এলাকায় একটি পোস্টার পড়তে দেখা যায়। যেখানে বিধায়কের নাম না থাকলেও “বালিচোর এমএলএ, আর নেই দরকার” এরকম লেখা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আর এই পোস্টারের নীচে লেখা রয়েছে পাণ্ডবেশ্বর নাগরিক মঞ্চ। স্বাভাবিকভাবেই পাণ্ডবেশ্বরের বর্তমান বিধায়ক তৃণমূলের জিতেন্দ্র তিওয়ারি। তবে তার নাম না নিলেও সেই জিতেন্দ্রবাবুর বিরুদ্ধেই যে কেউ বা কারা এই ধরনের পোস্টার লাগিয়ে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার এই রকম পোস্টার পড়তে দেখা গেছে এই জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে। কিন্তু আবার নির্বাচনের মুখে তার বিধানসভা কেন্দ্রে এই ধরনের পোস্টার সেই তৃণমূল বিধায়কের অস্বস্তি যে যথেষ্ট বাড়িয়ে দিল, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। তবে তার বিধানসভা কেন্দ্রে এই ধরনের প্রচার করলেও, এই ব্যাপারে কোনো মন্তব্য করতে দেখা যায়নি সেই জিতেন্দ্র তিওয়ারিকে।

তবে বিধানসভা নির্বাচনের আগে এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে যেভাবে প্রতিনিয়ত নানা অভিযোগ করে পোস্টার পড়তে দেখা যাচ্ছে, তাতে শাসক দল তৃণমূল কংগ্রেস যে যথেষ্ট অস্বস্তিতে, তা বলার অপেক্ষা রাখে না। তবে এই পোস্টারের পেছন বিরোধীদের হাত রয়েছে, নাকি নিজের দলের কর্মী-সমর্থকদের দ্বারা এই ধরনের পোস্টার দিয়ে জিতেন্দ্রবাবুকে চাপে ফেলা হচ্ছে, তা যথেষ্ট গুঞ্জনের বিষয় হয়ে দাঁড়িয়েছে‌। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!