এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলীয় বিধায়কের নাম একগুচ্ছ অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল নেতার, দলে বাড়ছে অস্বস্তি!

দলীয় বিধায়কের নাম একগুচ্ছ অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল নেতার, দলে বাড়ছে অস্বস্তি!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে ক্রমাগত সেই গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধের ব্যাপারে জেলা এবং রাজ্য নেতৃত্ব উদ্যোগী হলেও লাভের লাভ কিছুই হচ্ছে না। প্রায় বেশ কিছু মাস আগে ডেবরা ব্লকে সাংসদ প্রতিনিধির বিরুদ্ধে সরব হয়েছিলেন সেখানকার কর্মাধ্যক্ষ রতন দে। আর এবার সমাজ মাধ্যমে বিতর্কিত পোস্ট করতে দেখা গেল তাকে।

যেখানে প্রথম পোস্টে তিনি লিখেছেন, “টাকা ছাড়া কিছু বোঝে না।” দ্বিতীয় পোস্টে তিনি লিখেছেন, “পশ্চিম মেদিনীপুর যার চোখ দিয়ে দেখছেন, ঠকে যাবেন দিদিকে বলছি। আমি যদি মনে করি এমএলএ পরিবর্তন করতে পারি।” স্বভাবতই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, এই রতন দে স্থানীয় বিধায়ক সেলিমা খাতুনের ঘনিষ্ঠ বলে পরিচিত। ফলে তিনি হঠাৎ করে কেন বিধায়ক পরিবর্তনের কথা বলছেন, এখন তা নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই ডেবরা ব্লকে তৃণমূলের দীর্ঘদিনের সভাপতি এই রতন দে। কিন্তু গত বেশ কয়েক মাস ধরেই দলের ব্লক এবং জেলা নেতৃত্বকে বিভিন্ন সময় কটাক্ষ করে সমাজমাধ্যমে নানা বিতর্কিত মূলক পোস্ট করতে দেখা গেছে তাকে। গত সেপ্টেম্বর মাসে সাংসদ প্রতিনিধি সীতেশ ধারা জেলা সাধারণ সম্পাদকের পদ পাওয়ার পর তিনি আরও বেশি করে সরব হয়েছিলেন।

কিন্তু এবার সমাজ মাধ্যমে আবার বিতর্কিত মন্তব্য করতে দেখা গেল তাকে। যেখানে বিধায়ক ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও তিনি বিধায়ক পরিবর্তন করতে পারেন বলে মন্তব্য করলেন এই তৃণমূল নেতা। আর বিধানসভা নির্বাচনের আগে তার এই ধরনের বিতর্কিত মূলক পোস্ট এখন শাসকদলের বিড়ম্বনাকে যেমন বাড়িয়ে দিচ্ছে, ঠিক তেমনই বিরোধীদের হাতে নতুন হাতিয়ার তুলে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন রতনবাবু এই ধরনের পোস্ট করলেন? এদিন এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক সেলিমা খাতুন বলেন, “আমিও সকালে একজনের মাধ্যমে দেখলাম রতনদা এমন মন্তব্য করেছেন। কিন্তু এই প্রসঙ্গে বলতে চাই, আমাদের সম্পর্কে কোনো অবনতি হয়নি। ওর মাথার সমস্যা হয়েছে কিনা জানি না।” এদিকে বিধায়কের সঙ্গে ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও কেন রতনদা এই ধরনের পোস্ট করলেন, তার কোনো বিষয় খুঁজে পাচ্ছি না বলে জানিয়ে দিয়েছেন সাংসদ প্রতিনিধি সীতেশ ধারা।

এদিকে রতনবাবুর এই মন্তব্য যে দলকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে, সেই কথা উঠে এসেছে জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতির গলায়। এদিন তিনি বলেন, “রতন ইদানিং এমন আজেবাজে কথা বলছে। আমিও দেখলাম এমন একটি পোস্ট করেছে। এমনকি বিধায়ক পরিবর্তন করতে পারেন বলেও লিখেছে। স্থানীয় কিছু সমস্যা রয়েছে এটা ঠিক। আলোচনার মাধ্যমে সেটা আমাদের দেখতে হবে।”

সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেতার সমাজমাধ্যমে বিতর্কিত পোস্ট শাসকদলের অস্বস্তিকে অনেকটাই বৃদ্ধি করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!