এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > দলিত, মুসলিম, আদিবাসীদের মানুষ বলেই মনে করেন না! মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমন রাহুল গান্ধীর

দলিত, মুসলিম, আদিবাসীদের মানুষ বলেই মনে করেন না! মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমন রাহুল গান্ধীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ১৪ ই সেপ্টেম্বর হাথরাসের গণধর্ষণের ঘটনায় সোচ্চার হয়ে উঠেছে সমগ্র দেশ। অভিযোগ উঠেছে দলিত এক তরুণীকে উচ্চবর্ণের ৪ জন অভিযুক্ত মিলে গণধর্ষণ করেছিল। গণধর্ষণের পর তার উপর প্রবল শারীরিক অত্যাচারও চালানো হয়েছিল। হাথরাস কাণ্ডের উত্তরপ্রদেশের যোগী সরকার ও সেইসঙ্গে সমগ্র গেরুয়া শিবিরকে অভিযোগে কাঠগড়ায় তুলেছে দেশের বিভিন্ন বিরোধী দলগুলি।

দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসও এ বিষয়ে প্রথম থেকেই সরব। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এ বিষয়ে বারবার সরব হয়েছেন উত্তরপ্রদেশ পুলিশ ও সেই সঙ্গে যোগী সরকার নিয়ে। আজ আবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও সরকার বিষয়ে রাহুল গান্ধীর অভিযোগ, ” আসলে দেশের দলিত, মুসলিম এবং আদিবাসীদের মানুষ হিসেবে গণ্য করে না অনেকে। লজ্জাজনক হলেও এটাই সত্যি।”

প্রসঙ্গত, হাথরাস কাণ্ডকে কংগ্রেস প্রথম থেকেই দলিতদের উপর উচ্চবর্ণের অত্যাচার হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে । বারবার কংগ্রেস প্রমাণ করার চেষ্টা করেছে যে, বিজেপির শাসন কালে দেশের দলিত, মুসলিম, আদিবাসীরা অত্যাচারিত, নিপীড়িত, বিপন্ন। আবার হাথরাস গণধর্ষণকাণ্ডকে উত্তর প্রদেশের পুলিশ গণধর্ষণকাণ্ড বলে মেনে নিতে চায়নি। পুলিশের দাবি, গণধর্ষণের মিথ্যা তত্ব খাড়া করা হচ্ছে। গত ১৪ ই সেপ্টেম্বর হাথরাসে কোন ধর্ষণই হয়নি। পুলিশের অভিযোগ, উত্তরপ্রদেশ সরকারকে বদনাম করতেই বিরোধীরা এই ষড়যন্ত্রের জাল বুনেছে, যেখানে বিদেশী শক্তিরও মদত আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু দেশের বিরোধী শিবির পুলিশের এই দাবি কখনোই মেনে নেয়নি। বিরোধীদের অভিযোগ, উত্তরপ্রদেশ সরকার উচ্চবর্ণের ভোটব্যাঙ্কের দিকে লক্ষ্য রেখেই উচ্চবর্ণের ঠাকুর পরিবারকে আড়াল করার চেষ্টা করছে। ধর্ষণের তত্ত্বকে চাপা দেওয়ার চেষ্টা করছে। এ প্রসঙ্গে আজ সকালে রাহুল গান্ধী যোগী সরকারের বিরুদ্ধে ফের একটি টুইট করলেন। যে টুইট তিনি লিখেছেন, ” আসলে আমাদের দেশে অনেকে দলিত-মুসলিম-আদিবাসীদের মানুষ বলে মনে করে না। পুলিশ এবং মুখ্যমন্ত্রী বলছেন, কাউকে ধর্ষণ করা হয়নি। কারণ, তারা ওই নির্যাতিতাকে মানুষ বলেই গণ্য করে না।”

আজকের এই টুইটে রাহুল গান্ধী আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনও শেয়ার করেছেন। যে প্রতিবেদনে জানানো হয়েছে যে, হাথরাসে নির্যাতিতার পরিবারের সদস্যরা একাধিকবার ধর্ষণের অভিযোগের কথা বললেও, অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে উত্তরপ্রদেশ সরকার। এভাবেই উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে প্রবল ভাবে সরব হলেন রাহুল গান্ধী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!