এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দলীয় বিদ্রোহ চরমে, সমস্যার সমাধান করতে আজই বৈঠকে রাজ্য বিজেপি!

দলীয় বিদ্রোহ চরমে, সমস্যার সমাধান করতে আজই বৈঠকে রাজ্য বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দলীয় অসন্তোষ ক্রমেই বেড়েই চলেছে। একের পর এক নির্বাচনে পরাজয়ের পর নেতারা প্রকাশ্যে এমন কিছু বলতে শুরু করেছেন, যা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে গেরুয়া শিবিরের কাছে। আর এই পরিস্থিতিতে এবার দলের কোন্দল মেটাতে এবং বিদ্রোহ দমন করতে বৈঠকের ডাক দিল রাজ্য বিজেপি। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, আজ দুপুর 12 টায় বিজেপির রাজ্য দপ্তরে একটি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। যেখানে সমস্ত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতিদের সেই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে রাজ্য বিজেপি। মূলত, এই বৈঠকে উপস্থিত থাকার কথা বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের।

যেভাবে দলের ভেতরে বিদ্রোহ ক্রমাগত বাড়তে শুরু করেছে, তাতে এখন থেকেই পরিস্থিতি সামাল দিতে চাইছে রাজ্য বিজেপি। আর সেই কারণেই তড়িঘড়ি এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!