এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দলীয় কর্মীরা আক্রান্ত হলে চেলাকাঠ দিয়ে তৃণমূল নেতাদের পেটানোর নিদান দিয়ে বিতর্কে সৌমিত্র খাঁ

দলীয় কর্মীরা আক্রান্ত হলে চেলাকাঠ দিয়ে তৃণমূল নেতাদের পেটানোর নিদান দিয়ে বিতর্কে সৌমিত্র খাঁ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন যতই সামনে এগিয়ে আসতে চলেছে ততই বিভিন্ন রাজনৈতিক দলগুলির পরস্পর চাপানউতোর, সংঘর্ষের পালা বেড়েই চলেছে। বেশ কিছুদিন ধরেই শাসকদলের বিরুদ্ধে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সোচ্চার হয়ে উঠেছে। শাসক দলের সঙ্গে সঙ্গে পুলিশকেও আক্রমণের লক্ষ্য করে নিচ্ছে বিরোধী দল বিজেপি। গতকাল মঙ্গলবার সেবা সপ্তাহ কর্মসূচি উপলক্ষে পূর্ব বর্ধমানে এসেছিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। এই কর্মসূচি মঞ্চ তিনি দলের সদস্যদের নির্দেশ দিয়েছেন, বিজেপি দলের নেতা-কর্মীরা শাসকদল কর্তৃক আক্রান্ত হলে তৃণমূল নেতাদের চেলাকাঠ দিয়ে মারতে। সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন যে, পুলিশের সঙ্গে তৃণমূলের গোপন যোগসাজশ রয়েছে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিজেপি সেবা সপ্তাহ কর্মসূচি উপলক্ষে বাইক মিছিল করে পূর্ব বর্ধমান জেলার দলীয় কার্যালয় থেকে কার্জন গেট এর সভামঞ্চে আসার কথা ছিল যুব সভাপতি সহ বিজেপির বেশ কিছু নেতা কর্মীদের। এ সময় পুলিশ অকস্মাৎ তাঁদের ব্যারিকেড করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, কার্জন গেটের সামনে সভা করার অনুমতি তারা নিয়েছিল ঠিকই। কিন্তু বাইক মিছিলের অনুমতি তাদের ছিল না। এই জন্যই ব্যারিকেড করা হয়েছে। এই সময় বিজেপির যুব মোর্চা সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ গাড়ি থেকে নেমে গাড়ির সামনের দিকে এগিয়ে আসতে থাকেন। এরপর বিজেপি কর্মীদের প্রতিরোধে ও ধাক্কায় পুলিশ ব্যারিকেড তুলে নিতে বাধ্য হয়। এর কিছু দূর থেকে বিজেপির বাইক মিছিল শুরু হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকালের সভায় বিজেপি সাংসদ সৌমিত্র খান অভিযোগ করেছেন , রাজ্যের শাসক দল তৃণমূল রাজ্য জুড়ে ব্যাপক তোলাবাজি চালাচ্ছে। রাজ্য সরকারের এই অন্যায় কার্যে মদতদাতা রূপে এগিয়ে এসেছে রাজ্য পুলিশ। এরপর পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের সরাসরি নাম না করেও তাঁর প্রতি তিনি বিরূপ মন্তব্য করেছেন। এরপরই তিনি একহাত নেন তৃণমূল নেতা খোকন দাস কে। এরপর তাঁকে বলতে শোনা যায়, ” এখান থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের উপরে হামলা হলে অবরোধ হবে। চেলাকাঠ দিয়ে ঠ্যাঙানি দেওয়া হবে তৃণমূল নেতাদের।’’

অন্যদিকে তাঁর বিরুদ্ধে সাংসদ সৌমিত্র খানের বিরূপ মন্তব্য প্রসঙ্গে তৃণমূল নেতা খোকন দাস বলেছেন, ‘‘কে, কী গরম গরম কথা বলল তাতে কিছু এসে যায় না।’’ অন্যদিকে পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের নামে বিরূপ মন্তব্য করলেও, সে বিষয় নিয়ে পুলিশ সুপার নিরুত্তর। পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, সাংসদের সমস্ত বক্তব্য তারা খতিয়ে দেখছেন। উস্কানিমূলক বা আইন বিরোধী কোন কথা বলে থাকেন তিনি, তবে তার বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!