এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলীয় নির্দেশ অমান্য, দুই সাংসদকে চিঠি দিলেন সুদীপ

দলীয় নির্দেশ অমান্য, দুই সাংসদকে চিঠি দিলেন সুদীপ


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূল ছেড়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকেই তার পরিবারের সকল রাজনৈতিক সদস্যদের নিয়ে তৈরি হয় জল্পনা। অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী উপস্থিত থাকার পর তিনি বিজেপিতে যুক্ত হয়েছেন বলে দাবি করা হয়। একইভাবে শুভেন্দু অধিকারীর আরয়েক ভাই তথা সাংসদ দিব্যেন্দু অধিকারীকে নিয়েও তৈরি হয় প্রশ্নচিহ্ন। তবে এই দুই ব্যক্তি অবশ্য দলের সঙ্গেই রয়েছেন বলে জানিয়ে দিয়েছেন।

আর এই পরিস্থিতিতে উপরাষ্ট্রপতি নির্বাচনে তাদের কাছে দলের সিদ্ধান্ত পৌঁছে দেওয়া হয়েছিল। যেখানে জানিয়ে দেওয়া হয়েছিল, দল এই নির্বাচন থেকে বিরত থাকছে। কিন্তু তারপরেও শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। আর সেই বিষয় নিয়েই এবার তাদের দুই জনকে চিঠি দিলেন লোকসভার তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর কাছে একটি চিঠি পৌঁছে দিয়েছেন। যেখানে তিনি জানিয়ে দিয়েছেন, দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে, উপরাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রতিটি সাংসদ ভোটাধিকার প্রক্রিয়া থেকে বিরত থাকবেন। কিন্তু তারপরেও আপনারা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। দল গোটা বিষয়টির উপর নজর রাখছে। স্বভাবতই এই বক্তব্যের মধ্যে দিয়ে তৃণমূলের সঙ্গে যুক্ত থাকা বলে দাবি করার শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে বার্তা দিতে চাইলো ঘাসফুল শিবির বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!