এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলীয় প্রার্থী পছন্দ নয়, রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ বিজেপির!

দলীয় প্রার্থী পছন্দ নয়, রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ বিজেপির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির দাবি, তারা এবার 200 আসন পার করবে। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণার পরেই যেভাবে বিজেপির অন্দরের বিদ্রোহ প্রকাশ্যে আসতে শুরু করেছে, তাতে তাদের পক্ষে লক্ষ্যে পৌঁছানো কতটা সম্ভব, তা যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টির কাছে‌। বৃহস্পতিবার তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির। যেখানে 148 টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। তবে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বিজেপির একাংশ অনেক আসনে প্রার্থী হিসেবে ঘোষিত ব্যক্তিকে মানতে পারেননি।

স্বাভাবিক ভাবেই এর পরবর্তী সময়কালে তৈরি হয়েছে বিদ্রোহ। যা ভয়াবহ আকার ধারণ করেছে। কিন্তু তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের পর অন্তত সাংগঠনিক শৃঙ্খলা পরায়ন দল হিসেবে পরিচিত ভারতীয় জনতা পার্টিতে আর তেমন কোনো বিদ্রোহ প্রকাশ্যে আসবে না বলেই মনে করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণার সাথে সাথেই বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিজেপি নেতা কর্মীদের বিক্ষোভ সামনে এল।

এবার রাজারহাট- গোপালপুর বিধানসভা কেন্দ্রে শমীক ভট্টাচার্য এবং দমদমের বিমলশঙ্কর নন্দকে প্রার্থী হিসেবে মানতে না পেরে রীতিমত রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ফেটে পড়লেন বিজেপি কর্মীরা। জানা গেছে, এদিন দমদম রোডের উপর হনুমান মন্দিরের সামনে পার্টি অফিসের আসবাবপত্র ভাঙচুর করে বিজেপি নেতা কর্মীদের একাংশ। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এবার যথেষ্ট অস্বস্তিতে গেরুয়া শিবির।

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে 148 টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। যেখানে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে শমীক ভট্টাচার্যের নাম ঘোষণা করা হয় এবং দমদমে বিমলশঙ্কর নন্দের নাম ঘোষণা করা হয়। আর তারপরেই শমীকবাবু এবং বিমলবাবুকে মানতে না পেরে দমদম মেইন রোডের উপরে পার্টি অফিসের জিনিসপত্র বের করে ভাঙচুর করতে শুরু করেন বিজেপির একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে দেখা যায় গেরুয়া শিবিরের একাংশকে। স্বাভাবিক ভাবেই বিজেপি নির্বাচনের ময়দানে লড়াইয়ে নামার আগেই যেভাবে তাদের দলে প্রার্থী নিয়ে যে আপত্তি শুরু হয়েছে, তাতে তাদের পক্ষে কিভাবে এই আসনে জয়লাভ করা সম্ভব, সেটাই বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে গেরুয়া বাহিনীর কাছে। ইতিমধ্যেই পরিস্থিতি শান্ত করতে এলাকায় পৌঁছে গিয়েছে পুলিশ।

এদিকে বিজেপির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা হওয়ার পরেই যেভাবে বিদ্রোহ শুরু হয়েছে, তাতে ফায়দা নিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বিজেপি বলছে তারা রাজ্যের ক্ষমতা দখল করবে। আগে তারা নিজেদের ঘর সামলাক, তারপরে বাংলা দখলের স্বপ্ন দেখবে। একাংশের প্রশ্ন, বিজেপি নিজেদেরকে সব সময় সাংগঠনিক এবং শৃঙ্খলা পরায়ন দল বলে দাবি করে।

কিন্তু প্রার্থী তালিকা ঘোষণার পর সেই দলের এই রকম অবস্থা কেন! এখন থেকেই যদি এই পরিস্থিতি তৈরি হয়, তাহলে তাদের পক্ষে এই বিদ্রোহকে সামাল দিয়ে তৃণমূলের পক্ষে লড়াইয়ের রণনীতি করতে করতেই পর্যাপ্ত সময় শেষ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব এখন এই বিদ্রোহকে সামাল দিতে কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!