এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলীয় সমস্যা বাড়ছে, পরিস্থিতি সামলাতে ফের বৈঠক ডাকলেন মমতা!

দলীয় সমস্যা বাড়ছে, পরিস্থিতি সামলাতে ফের বৈঠক ডাকলেন মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি তৃণমূলের জাতীয় কর্মসমিতি গঠন করা হয়। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সহ মোট 20 জন নেতা নেত্রী জায়গা। পাশাপাশি সমস্ত পদের অবলুপ্তি করা হয়েছে। পরবর্তীতে তা ঘোষণা করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। আর এই পরিস্থিতিতে দলের জাতীয় কর্মসমিতিকে নিয়ে ফের বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। তবে সেই সফর শেষে কলকাতায় ফিরেই তিনি একটি বৈঠকের ডাক দিয়েছেন। জানা গিয়েছে, আগামী 18 তারিখ এই বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে তৃণমূলের জাতীয় কর্মসমিতির সমস্ত সদস্যই এই বৈঠকে উপস্থিত থাকবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে তৃণমূলের রণনীতি কি হবে এবং জাতীয় স্তরে কে কোন পদে অভিষিক্ত হবেন, সেই বিষয়টি স্থির করতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকের ডাক দিয়েছেন। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!