এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দলীয় সভায় মমতার প্রধান আক্রমনে সংযুক্ত মোর্চা, শোরগোল উত্তরবঙ্গে!

দলীয় সভায় মমতার প্রধান আক্রমনে সংযুক্ত মোর্চা, শোরগোল উত্তরবঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাম সরকারের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বালুরঘাট। 2016 সালের তৃণমূলের রমরমা থাকলেও, এই বালুরঘাট বিধানসভা কেন্দ্র দখল করে আরএসপি দল। পরাজিত হন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী শংকর চক্রবর্তী। গত লোকসভা নির্বাচনে বালুরঘাট শহরে অনেকটাই এগিয়ে ছিল ভারতীয় জনতা পার্টি। সেদিক থেকে এবার একদিকে বিজেপি এবং অন্যদিকে আরএসপি, দুই দলের সঙ্গে প্রবল লড়াই দিতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে।

তবে যেহেতু বালুরঘাট বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, তাই এবার প্রতিটি সভার মত বিজেপিকে আক্রমণ না করে বালুরঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের মূল নিশানায় থাকতে দেখা গেল বাম শরিক আরএসপি দলকে। যে ঘটনাকে কেন্দ্র করে কার্যত চর্চা শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। যেখানে বামেরা অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে বলে দাবি করছে একাংশ, এমনকি বামেদের ভোট যাতে বিজেপিতে না যায়, তার জন্য পরোক্ষে ইঙ্গিত দিতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে, সেখানে সরাসরি বালুরঘাটের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আরএসপিকে আক্রমণ করলেন, এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

তাহলে কি এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ রয়েছে বামেরা? আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাট বিধানসভা কেন্দ্রে প্রচার করতে এসে বিজেপির বদলে প্রধান আক্রমণের নিশানায় রাখলেন আরএসপি দলকে? ইতিমধ্যেই এই বিষয়কে নিয়ে কার্যত গুঞ্জন তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর, আজ বালুরঘাট বিধানসভার তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্তের সমর্থনে প্রচার করতে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তাঁর প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির বদলে আরএসপি দলকে আক্রমণ করেন তিনি।

গত 2016 সালে বালুরঘাট আসনে আরএসপি জয়লাভ করার পরে কিছুটা হতাশ হয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত ঘনিষ্ঠ তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শংকর চক্রবর্তী পরাজিত হওয়ার কারণে তিনি তার বিমর্ষতার কারণ জানিয়ে দিয়েছিলেন। তবে এবার যাতে আর এমনটা না হয়, তার জন্য বালুরঘাটের সভা থেকে আরএসপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী।

এক্ষেত্রে নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বারবার বালুরঘাটের মানুষের কাছে আবেদন জানালেন, যাতে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা হয়। এক্ষেত্রে যদি আরএসপিকে ভোট দেওয়া হয়, তাহলে তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নেবে বলেও অভিযোগ করতে দেখা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েকে। অর্থাৎ তার এই ধরনের মন্তব্য এখন যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বঙ্গ রাজনীতিতে, তা বলার অপেক্ষা রাখে না।

একাংশ বলছেন, সারা রাজ্যে বিজেপির প্রভাব বেশি থাকলেও, মমতা বন্দ্যোপাধ্যায় ভালোই উপলব্ধি করেছেন, বালুরঘাটের মাটি এখনও বামদের দিকে রয়েছে। সেদিক থেকে বিগত দিনে বামেদের বিধায়ক থাকা বিশ্বনাথ চৌধুরী এবার প্রার্থী না হলেও, বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আরএসপি দলের সুচেতা বিশ্বাস প্রার্থী হয়ে মানুষের মন জয় করতে শুরু করেছেন।

তাই এই পরিস্থিতিতে বিজেপির পাশাপাশি বাম শরিক আরএসপিকে আক্রমণ করে কার্যত শোরগোল তুলে দিলেন তৃণমূল নেত্রী। যার ফলে বালুরঘাটের মাটিতে বিজেপির পাশাপাশি এবার তৃণমূল কংগ্রেসের কাছে অন্যতম প্রধান চ্যালেঞ্জ যে বামেদেরকে পরাজিত করা, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!