এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দলীয় সভাতেই নেতাদের কড়া আক্রমণ, বিস্ফোরক হেভিওয়েট তৃণমূল বিধায়ক!

দলীয় সভাতেই নেতাদের কড়া আক্রমণ, বিস্ফোরক হেভিওয়েট তৃণমূল বিধায়ক!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কোচবিহার জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দিনকে দিন বাড়তে শুরু করেছে। দুই গোষ্ঠীর বিভাজন কার্যত প্রকাশ্যে আসছে। আর এবার দলের কৃষক সংগঠনের কর্মী সভায় উপস্থিত হয়ে জেলা নেতৃত্বদের একাংশকে কাঁকড়া বলে আক্রমণ করলেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সূত্রে খবর, বৃহস্পতিবার কোচবিহারে তৃণমূলের কৃষক সংগঠনের সভা অনুষ্ঠিত হয়। আর সেখানেই উপস্থিত ছিলেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক। যেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এই কোচবিহার জেলায় কিছু কাঁকড়া আছে। যারা দলকে কোচবিহার জেলায় প্রথম স্থান অধিকার করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।” তৃণমূল বিধায়ক এই কথা বলার পরে এটা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, কিছুদিন আগেই পার্থপ্রতিম রায় থেকে শুরু করে উদয়ন গুহ একটি সভা করেছিলেন। যেখানে বক্তব্য রাখতে গিয়ে তারা রবীন্দ্রনাথ ঘোষকে আক্রমণ করেছিলেন। আর এবার পাল্টা একটি সমাবেশ থেকে তাদেরকেই আক্রমন করার চেষ্টা করলেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক। যা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে কোচবিহার জেলায় যদি এভাবেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করে, তাহলে আগামী দিন যে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!