এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলকে বড়সড় ধাক্কা দিয়ে নির্বাচনের পূর্বেই তৃণমূল ছাড়তে চলেছেন দলের দুই হেভিওয়েট

দলকে বড়সড় ধাক্কা দিয়ে নির্বাচনের পূর্বেই তৃণমূল ছাড়তে চলেছেন দলের দুই হেভিওয়েট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার পদ্মময় হতে চলেছে অধিকারী পরিবার। গত ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী যোগদান করেছেন বিজেপিতে। এরপর তার ভাই সৌমেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে যোগদান করেছেন বিজেপিতে। এবার বিজেপিতে যোগদান করতে চলেছেন শিশির অধিকারী। তিনি যোগদান করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভায়।

আজই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করতে পারেন তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রীর কাঁথির জনসভায় যাবার কথা আছে দিব্যেন্দু অধিকারীর। সেদিনই তিনি যোগদান করতে পারেন বিজেপিতে। অর্থাৎ নির্বাচনের আগেই তৃণমূলের দুই সাংসদ দল ছাড়তে চলেছেন। যা নিঃসন্দেহে একটি বড়সড় ধাক্কা রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর একের পর এক পদ থেকে সরানো হয় তাঁর পিতা শিশির অধিকারীকে। যার মধ্যে আছে দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ, আবার পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতির পদ থেকেও তাঁকে সরানো হয়।

তবে, এখনো পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের চেয়ারম্যানের পদে অধিষ্ঠিত রয়েছেন তিনি। তবে, দলে তিনি অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছেন। আবার শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর দলের একাধিক কটাক্ষ, দলের প্রতি বিরূপ করে দেয় বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বে শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আগামী চব্বিশে মার্চ কাঁথিতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জনসভায় যোগদানের জন্য তাঁকে আমন্ত্রণ করা হয়েছে। অন্যদিকে গতকাল শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে শিশির অধিকারীকে।

জানা গেছে এই আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি, উপস্থিত হচ্ছেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এগরার জনসভায়।আবার প্রধানমন্ত্রীর কাঁথির জনসভায় উপস্থিত হয়ে সেদিনই বিজেপিতে যোগদান করতে পারেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারি। তবে, জানা গেছে আজ স্বরাষ্ট্র মন্ত্রীর সভায় তিনি উপস্থিত থাকছেন না। এককথায়, নির্বাচনের পূর্বেই অধিকারী পরিবারের পদ্মময় হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অনেকে।

ইতিপূর্বে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, আগামী রামনবমীর পূর্বেই তাঁর বাড়িতে তিনি পদ্ম ফুল ফোটাবেন।আবার, তৃণমূলের প্রতি বেশ কয়েকবার বেসুরো হতে দেখা গেছে শিশির অধিকারীকে। এমনকি শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে যাবার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। ইতিপূর্বে গণমাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূলের ফলাফল ভালো হবে না, ফলাফল যাবে ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর দিকেই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!