এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > দলকে ঘুরে দাঁড় করাতে সূর্যের পর বিমানের বার্তা, তরুণ কর্মীদের আহ্বান!

দলকে ঘুরে দাঁড় করাতে সূর্যের পর বিমানের বার্তা, তরুণ কর্মীদের আহ্বান!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   2021 এর বিধানসভা নির্বাচনে একটি আসনও দখল করতে পারেন বামেরা। বলা বাহুল্য, এই প্রথম রাজ্য বিধানসভায় বামেদের কোনো প্রতিনিধি নেই। 2011 সাল পর্যন্ত দীর্ঘ 34 বছর যে বামেরা রাজ্যের ক্ষমতায় ছিল, সেই বামেদের যে এইরকম দশা হবে, তা অনেকেই কল্পনা করতে পারেননি। কিন্তু ক্ষমতায় থাকার সময় থেকেই নীচুতলার কর্মীদের সঙ্গে দূরত্ব বৃদ্ধি হতে শুরু করেছিল বাম নেতৃত্বদের। ধীরে ধীরে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর তাদের সংগঠন চ্যালেঞ্জের মুখে পড়ে যায়।

আর সংগঠনের যে একেবারে শেষ হয়ে গিয়েছে এবং তা যে তলানীতে ঠেকে গিয়েছে, তা 2021 এর বিধানসভা নির্বাচনের পরেই উপলব্ধি করে বাম নেতৃত্ব। আর তারপর থেকেই রীতিমতো ঘুরে দাঁড়ানোর জন্য বৃদ্ধতন্ত্রকে সরিয়ে রেখে তরুণ প্রজন্মের নেতা কর্মীদের বার্তা দিতে দেখা যাচ্ছে বামেদের শীর্ষ নেতৃত্বকে। আর এই পরিস্থিতিতে প্রয়াত প্রাক্তন রাজ্য সম্পাদক প্রমোদ দাশগুপ্তের জন্মদিনে নেতা কর্মীদের বড় বার্তা দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন প্রমোদ দাশগুপ্তর 112 তম জন্মদিনে তরুণ প্রজন্মের নেতা কর্মীদের বড় বার্তা দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। যেখানে ভার্চুয়ালি বক্তব্য রাখার সময় প্রমোদ দাশগুপ্তর পার্টির প্রতি নিবেদিত প্রাণের কথা তুলে ধরে নতুন প্রজন্মের নেতা কর্মীরা যাতে আরও বেশি করে সংগঠনকে শক্তিশালী করতে ময়দানে নামেন, তার বার্তা দিতে দেখা যায় বিমানবাবুকে। এদিন তিনি বলেন, “দলের সাংগঠনিক কাজ ঠিকমতো এগিয়ে নিয়ে যেতে হলে সর্বক্ষণের কর্মী আরও বেশি করে দরকার। আবার অন্য কাজ করেও দলটা করবেন, এমন কর্মীও প্রয়োজন। কেউ কেউ ভাবেন, সব ঠিক রেখেও মানুষকে কমিউনিজমের আদর্শের কথা বলব। সেটা হয় না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, বর্তমান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু নিজের সংসার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সমস্ত কিছুই ছেড়ে দিয়েছেন শুধুমাত্র পার্টির জন্য। এমনকি তিনি রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটেই সারাটা দিন থাকেন। সেটাই এক কথায় তার বাসস্থান হয়ে দাঁড়িয়েছে। আর বর্তমান পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের পর দলের যখন একটিও বিধায়ক নেই, যখন নিবেদিত পার্টি কর্মীদের যে অত্যন্ত প্রয়োজন, সেই কথাই তুলে ধরতে দেখা গেল বিমান বসুকে।

অনেকে বলছেন, দেরিতে হলেও বোধোদয় হয়েছে বামেদের‌। কিন্তু এই সময় বহু চেষ্টা করেও বামেরা আর আগের জায়গায় ফিরতে পারবে কিনা, তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। কেননা দীর্ঘদিন ধরেই পার্টির নিচুতলার কর্মীদের সঙ্গে তাদের যোগাযোগ ঠিকমতো নেই বললেই চলে। আর সেই কারণেই ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হতে শুরু করেছে তাদের সংগঠন। তাই বর্তমান পরিস্থিতিতে সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে দলের অন্যান্য নেতারা সংগঠনকে ঢেলে সাজানোর কথা বলার পাশাপাশি তরুণ প্রজন্মকে গুরুত্ব দেওয়ার কথা বলতে শুরু করেছেন।

আর এবার সেই একই সুরে কথা বলতে দেখা গেল দলের বর্ষিয়ান নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে। তবে এর আগেও একাধিকবার বৃদ্ধতন্ত্রকে সরিয়ে নতুন প্রজন্মের নেতা, নেত্রীদের সক্রিয় করার কথা নিয়ে আলোচনা হয়েছে বামেদের অন্দরমহলে। কিন্তু বাস্তবে তা প্রয়োগ করতে দেখা যায়নি বাম নেতৃত্বকে। তাই এবার সংগঠনের কথা চিন্তা করে শুধুমাত্র মুখে বলেই ক্ষান্ত থাকবেন বাম নেতারা? নাকি বাস্তবেও সংগঠনের আনাচে-কানাচে তরুণদের প্রাধান্য বাড়বে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!