এখন পড়ছেন
হোম > রাজনীতি > দলকে কুঠারাঘাত করে জাগো বাংলায় নিবন্ধ প্রকাশ বিজেপি নেতার, বড়সড় ভাঙ্গনের আশঙ্কা গেরুয়া শিবিরে

দলকে কুঠারাঘাত করে জাগো বাংলায় নিবন্ধ প্রকাশ বিজেপি নেতার, বড়সড় ভাঙ্গনের আশঙ্কা গেরুয়া শিবিরে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে একের পর এক তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করেছিলেন, যাদের মধ্যে অন্যতম প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল। উত্তরপাড়া কেন্দ্র থেকে তাঁকে নির্বাচনে প্রার্থীও করেছিল বিজেপি। তবে, তৃণমূলের কাছে পরাজিত হন তিনি। আর এরপর থেকেই দলের সঙ্গে আর তাঁর তেমন একটা সম্পর্ক নেই, যেকোনো সময় তিনি তৃণমূলে যোগদান করতে পারেন, এমন একটা জল্পনা চলছে। এই পরিস্থিতিতে এবার বিজেপির বিরুদ্ধে একরাশ অভিযোগ এনে তৃণমূলের মুখপত্র জাগো বাংলাতে প্রবন্ধ লিখলেন প্রবীর ঘোষাল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ জাগো বাংলায় তিনি লিখেছেন যে, বিজেপিতে মানসিকভাবে তিনি নেই। বিজেপিতে কাজ করতে অসুবিধা হচ্ছে তার। তিনি অভিযোগ করেছেন, বিজেপি করা যায় না। কারণ, বিজেপিতে কাজ করার থেকে টাকা চাওয়ার লোক বেশি। তাঁর এই বক্তব্য থেকে অনেকেই মনে করছেন যে, যে কোন সময় তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন করতে চলেছেন। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো তিনি বিজেপির সদস্য পদ ছেড়ে দেননি।

জাগো বাংলাতে তাঁর এই প্রবন্ধ থেকে মনে করা হচ্ছে যে, বিজেপির সঙ্গে তিনি যে সম্পর্ক ছাড়বেন, তা একভাবে স্পষ্ট, অন্যদিকে বিজেপি ছাড়ার পর তৃণমূলে যে তিনি ফিরবেন, সেটাও স্পষ্ট। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে যে, তৃণমূলের দিকে একেবারে পা বাড়িয়েই রয়েছেন প্রবীর ঘোষাল। দলের শীর্ষ নেতৃত্বের ছাড়পত্র পাওয়া মাত্রই প্রত্যাবর্তন করবেন তিনি। ফলে আবারও ভাঙ্গন দেখা দিতে চলেছে বিজেপিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!