এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলকে ঐক্যবদ্ধ ও শৃঙ্খলা পরায়ণ রাখতে বিশেষ পদক্ষেপ বিরোধী দলনেতা শুভেন্দুর

দলকে ঐক্যবদ্ধ ও শৃঙ্খলা পরায়ণ রাখতে বিশেষ পদক্ষেপ বিরোধী দলনেতা শুভেন্দুর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলকে ঐক্যবদ্ধ ও শৃঙ্খলা পরায়ণ রাখতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির নির্বাচিত বিধায়কদের কি করতে হবে? তা যেমন বুঝিয়ে দিলেন তিনি, তেমনি দলের ঐক্য,শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপির বিধায়কদের এখন থেকে বিশেষ পোশাক বিধি বেঁধে দিয়েছেন শুভেন্দু অধিকারী। যা হলো সাদা পাজামা-পাঞ্জাবী, গলার গেরুয়া উত্তরীয় ও কপালে গেরুয়া তিলক। এমনকি মহিলাদেরও গেরুয়া তিলক ও উত্তরীয় ধারণ করতে দেখা গেলো গতকাল। ইতিপূর্বে যা কখনো দেখা যায়নি এ রাজ্যে।

বিধানসভায় বিজেপির বিধায়কদের ড্রেসকোড স্থির করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। সাদা পাজামা-পাঞ্জাবি, গেরুয়া উত্তরীয় ও গেরুয়া তিলক – রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে এই ধরনের পোশাক বেছে নিয়েছেন বিজেপির বিধায়করা। এ প্রসঙ্গে বিজেপির জনৈক বিধায়ক জানিয়েছেন যে, শুভেন্দু অধিকারীর নির্দেশমতো বিজেপির বিধায়করা এই ধরনের পোশাক বিধি মেনে অধিবেশনে যোগদান করবেন। গত শুক্রবার সকলকে এই ধরনের পোশাক পরিধানের নির্দেশ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর বিরোধী দলনেতার ঘর থেকে সকলকে গেরুয়া উত্তরীয় ও গেরুয়া তিলক দেয়া হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে বিজেপির অপর এক বিধায়ক জানিয়েছেন যে, বিধানসভায় এবার বিরোধী হিসেবে বাম ও কংগ্রেসের কোন প্রতিনিধি নেই। তাই তাঁরাই এবার বিরোধী হিসেবে সরকারের বিরুদ্ধে লড়াই করতে চলেছেন। তাঁরা যে একটি নির্দিষ্ট দর্শনে বিশ্বাস করে থাকেন, তা স্পষ্ট হবে তাঁদের এই পোশাকে। দলের এই পোশাক বিধি সম্পর্কে শুভেন্দু অধিকারী জানালেন যে, গেরুয়া কথার অর্থ হল সনাতন ভারত যা স্বামী বিবেকানন্দের প্রতীক। এখন থেকে বিধানসভার সমস্ত অধিবেশনে যোগদান করতে চলেছেন বিজেপির বিধায়করা এই পোশাকে। গতকাল বিজেপির ৭০ জন বিধায়ক এই পোশাকে বিধানসভাতে এসেছিলেন। তবে ৪ জন বিধায়ককে দেখা যায়নি গতকাল। কেন তাঁরা অনুপস্থিতিত ছিলেন? তা এখনো জানা যায়নি।

অন্যদিকে, গতকাল হেস্টিংসের বৈঠকে দলের নতুন বিধায়কদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে এমনভাবে আন্দোলন চালাতে হবে, যাতে কান ঝালাপালা হয়ে যায় রাজ্যের শাসক দল তৃণমূলের। প্রসঙ্গত, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এবার এই ইস্যুতে তৃণমূলকে কোণঠাসা করার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। যার নির্দেশ দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!