এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দলত্যাগ করতে চলেছেন দুই হেভিওয়েট? চিন্তা বাড়ছে গেরুয়া শিবিরের!

দলত্যাগ করতে চলেছেন দুই হেভিওয়েট? চিন্তা বাড়ছে গেরুয়া শিবিরের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিজেপির নতুন রাজ্য কমিটি এবং জেলা কমিটি গঠন হওয়ার পর থেকেই একের পর এক নেতা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে শুরু করেছেন। যাকে কেন্দ্র করে ব্যাপক অস্বস্তিতে গেরুয়া শিবির। বিধায়ক থেকে শুরু করে জেলাস্তরের নেতারা নিজেদের আচরণের মধ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, তারা এই কমিটিতে মোটেই খুশি নয়। আর এই পরিস্থিতিতে এবার বিজেপির অস্বস্তি আরও একধাপ বৃদ্ধি পেল। এবার সংগঠনের রদবদল মনঃপুত না হওয়ার কারণে হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করলেন বারাসাত জেলা বিজেপির সহ সভাপতি শংকর দাস এবং আহ্বায়ক অনুপ দাস।

 

সূত্রের খবর, এদিন বারাসাত জেলা বিজেপির সহ-সভাপতি এবং আহ্বায়ক হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন। যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে জল্পনা। ইতিমধ্যেই এই ব্যাপারে জেলা বিজেপির সহ সভাপতি শংকর দাস জানিয়ে দিয়েছেন যে, নেতৃত্ব তাদের কথা ঠিকমত শুনছে না। তাই এই ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে। অন্যদিকে এই ব্যাপারে কিছুই বলতে চাননি জেলা বিজেপির আহ্বায়ক অনুপ দাস। তবে বিশেষজ্ঞরা বলছেন, নিশ্চয়ই এর পেছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে। হয়ত অন্যান্যদের মত এই দুইজন বিজেপি নেতার নতুন কমিটি পছন্দ হয়নি। আর সেই কারণেই তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন।

স্বাভাবিকভাবেই গুঞ্জন তৈরি হয়েছে, তাহলে কি এই দুই বিজেপি নেতা এখন দলত্যাগ করতে চলেছেন! তারা কি এখন বিজেপি ত্যাগ করে নাম লেখাতে চলেছেন অন্য কোনো শিবিরে! ইতিমধ্যেই গোটা বিষয়টিকে কেন্দ্র করে চিন্তার ভাঁজ ক্রমশ বাড়তে শুরু করেছে বিজেপির অন্দরমহলে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!